আরও পড়ুন: পুজোর আগে কলকাতা সোনাঝুরিমুখী! রেকর্ড গড়ল বিকিকিনি
প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে প্রতিটা জেলায় জেলায় কার্নিভাল। তারই প্রস্তুতি দেখতে টং তলায় উপস্থিত হয় বারুইপুরের মহকুমাশাসক ও বারুইপুর পুলিশ জেলার সুপার ও তথ্য-সংস্কৃতি দফতরের আধিকারিকরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
এ বিষয়ে এক প্রশাসনিক এক কর্তা বলেন, এই কার্নিভালে কুড়ি থেকে বাইশটি পুজো অংশগ্রহণ করবে। বারুইপুর, জয়নগর, সোনারপুর, নরেন্দ্রপুর মূলত এই এলাকার পুজো কমিটিগুলি অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি কার্নিভালের যে শোভাযাত্রা তাতে প্রায় এক হাজারের মতো মানুষ নাচ, গান ও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করবে। কার্নিভাল উপলক্ষে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে। এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি কার্নিভাল নিয়ে সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। সমস্ত পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাতে নির্বিঘ্নে শোভাযাত্রা হয় তা দেখা হবে। পাশাপাশি যে দর্শনার্থীরা আসবেন তাঁদের যাতে অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।
advertisement
সুমন সাহা