Birbhum News: পুজোর আগে কলকাতা সোনাঝুরিমুখী! রেকর্ড গড়ল বিকিকিনি

Last Updated:

দুর্গাপুজোর আগে রেকর্ড বেচাকেনা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। কলকাতার বহু মানুষ পছন্দের পোশাক থেকে ঘর সাজানোর জিনিস কিনতে ছুটে গিয়েছেন বোলপুর

বীরভূম: পুজোর আগে এ যেন ব্যতিক্রমী ছবি, কলকাতা এখন সোনাঝুরিমুখী। শান্তিনিকেতনের সোনাঝুরিহাট পুজোর আগে হয়ে উঠেছে কেনাকাটার নতুন ডেস্টিনেশন। উপছে পড়ছে ভিড়। কলকাতা থেকে বেড়াতে আসা মানুষজন ভিড় জমাচ্ছেন এই হাটে, সেরে ফেলছেন পুজোর কেনাকাটা। অনেকে আবার পুজোর আগে ঘর সাজানোর জন্য নানান জিনিস কিনছেন। কেউ কেউ আবার খোঁজ করছেন বিশ্বভারতী ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পরে সেই লেখা ছাপান টি শার্ট আছে কিনা। শারদীয়ার বাজারে ফিনিশিং টাচের ভিড় চলছে হাটে। এবার আশ্বিন মাসে ভালো ধান চাষ হয়েছে। ফলে সেই পাকা ধান কেটে বিক্রি করে গ্রামের লোকের হাতেও পয়সা আছে। ফলে তাঁরাও সোনাঝুরি হাটে কেনাকাটা করতে আসছেন। সব মিলিয়ে বেচাকেনা হচ্ছে ভালোই।
শান্তিনিকেতনের পশেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি সোনাঝুরি জঙ্গল। ইউক্যালিপটাসের পাশপাশি রয়েছে সোনাঝুরি গাছ। আর এই জঙ্গলে অবলুপ্ত হয়েও রয়েছে খোয়াইয়ের চিহ্ন। সকাল এবং সন্ধেয় সূর্যের আলোতে এই জঙ্গলের লাল মাটি হয়ে ওঠে আরও লাল। প্রতিদিন এই হাট দেখতেই আসেন কয়েকশো পর্যটক। উৎসব-অনুষ্ঠানের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজার। শ্যামবাটি থেকে বল্লভপুর গ্রাম যাওয়ার পথে শ্যামবাটি ক্যানেল পাড়ে অবস্থিত এই সোনাঝুরি। বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে ট্রেনে চেপে মাত্র এক ঘণ্টা গেলেই পৌঁছে যাওয়া যায় বোলপুর। সেখান থেকে মাত্র কুড়ি টাকা খরচ করে টোটো ভাড়া করে পর্যটকরা পৌঁছে যান সোনাঝুরির হাটে।
advertisement
advertisement
অকাল বর্ষণের ফলে তুলনামূলকভাবে শহরের শপিংমলগুলো বেচাকেনার দিক থেকে খানিকটা ধাক্কা খেযেছে। বৃষ্টির সময় সোনাঝুরির হাটেও বিক্রিবাটা তেমন হয়নি। তবে বৃষ্টি থামতেই বীরভূম সহ কলকাতা থেকে আসা পর্যটকরা যেভাবে ভিড় করছেন হাটে এবং জিনিসপত্র কিনছেন তাতে এখানকার স্থানীয় বিক্রেতাদের যাবতীয় ক্ষতি পুষিয়ে গিয়েছে। জুতোর দোকান থেকে শুরু করে কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। মূলত শনি এবং রবিবার প্রচুর কাপড়ের দোকান এবং বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান বসে এখানে‌। তবে এখন সপ্তাহের বাকি পাঁচ দিন‌ও পর্যটকরা সোনাঝুরির হাটে এলে সেই আনন্দ‌ই উপভোগ করতে পারবেন। পুজোর সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকবে হাট।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পুজোর আগে কলকাতা সোনাঝুরিমুখী! রেকর্ড গড়ল বিকিকিনি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement