দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার সরবেড়িয়া পল্লী সেবা সমিতির পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। তাদের এ বছরের ভাবনা ‘ আদি ‘। এই ‘আদি’ শব্দের অর্থ মহাদেবের আরেক নাম। অর্থাৎ পুরো মণ্ডপ জুড়ে থাকছে মহাদেবের বিভিন্ন রূপের ঝলক । মহাদেবের বিভিন্ন রূপ ফুটিয়ে তুলতে দিনরাত এক করে শিল্পীদের সঙ্গে কাজ করছেন পল্লী সেবা সমিতির কর্মকর্তারাও।
advertisement
এই পুজোর ‘থিম মেকার’ বলেন, ” থিমের পুজো মানেই জানি কলকাতা। তবে জেলার পুজোকে পিছিয়ে রাখলে হবে না। জেলাও এবার অনেকটাই এগিয়ে থিম পুজোতে। এ’বছর পল্লী সেবা সমিতির ভাবনা দেবাদিদেব মহাদেব । কাজ প্রায় শেষের পর্যায়ে। আর কয়েক দিনের মধ্যেই পুরো মণ্ডপ সাজিয়ে তোলা হবে।” মহালয়ার আগেই সব প্রস্তুতি শেষ করতে চাইছেন পুজোর কর্মকর্তারা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 8:22 PM IST