কুমোরটুলি থেকে এসেছে এই প্রতিমা। এই প্রতিমা ও থিমের কথা ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেজন্য এবছর রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে কয়েক হাজার পূণ্যার্থী সেখানে এসেছিলেন।
আরও পড়ুন: ভাঙা বোতলের মণ্ডপ যেন ভঙ্গুর মনের কথা বলে
সাগরে যে সমস্ত পর্যটকরা আসবেন, তারা অবশ্যই এই মন্ডপ ঘুরে যেতে পারেন।এবছর পুজো মন্ডপটিকে চন্দ্রযান-৩ এর আদলে রূপ দেওয়া হয়েছে। এবছর মন্দিরতলার এই পুজো ৩৩ বছরে পা দিচ্ছে।
advertisement
ইতিমধ্যে পুজোমন্ডপ ঘুরে এসেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। প্রতিবছর এই পুজোয় নতুন থিম করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিমার এই কাঁচের জন্য বেলজিয়াম কাঁচ ব্যবহার করা হয়েছে।
কিছু মার্বেল রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে প্রতিমার এক অন্যরূপ এসেছে। এই কাঁচের উপর ফেলা হচ্ছে উজ্জ্বল আলো। যাতে এই প্রতিমার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এবছর সাগরের এই পুজো যে সকলের নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক