ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃষ্টিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে চাষিরা। কোথাও কোথাও জল জমে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে কৃষিকাজের উপর। যার মধ্যে অন্যতম হল সবজি চাষ। কিন্তু, লাগাতার বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
advertisement
বেগুন, লঙ্কা, টম্যাটো, উচ্ছে, পটল, পেঁপে সহ একাধিক সবজির জমিতে জমে রয়েছে জল। ফলে, মাঠে থাকা সজির ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহে পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা গিয়ে ঠেকেছে ৩৫ থেকে ৪০ টাকায়। একই ভাবে বেগুন ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে কেজি প্রতি একশো টাকা। ঝিঙে ৪০, ওল একশো টাকা এগুলির দাম ছিল সবই ৪০ টাকার নীচে। পেঁপে গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন শাকের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
আরও পড়ুন- গৃহবধূরা এখন স্বনির্ভর, তাঁদের ছোঁয়ায় নজরকাড়া পুজোর পোশাক ফুটে উঠছে
এ প্রসঙ্গে সুন্দরবনের এক চাষি জানান, ক’দিনের বৃষ্টির জেরে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত কয়েক হাজার টাকার সামগ্রী নষ্ট হয়েছে। এর পাশাপাশি পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দফতরের এক কর্তা বলেন, “ভারী বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সুমন সাহা