Puja Lifestyle 2024: গৃহবধূরা এখন স্বনির্ভর, তাঁদের ছোঁয়ায় নজরকাড়া পুজোর পোশাক ফুটে উঠছে
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
নজরকাড়া পুজোর পোশা ফুটে উঠছে গুমা রেল কলোনির মহিলাদের হাতের ছোঁয়ায়, শিল্পীরাও হচ্ছেন স্বনির্ভর। ইতিমধ্যেই শিল্পী দীপ দত্তের সাফল্যের ঝুলিতে এসেছে স্টেট অ্যাওয়ার্ড, এমএসএমই অ্যাওয়ার্ড, সর্বশিক্ষার অ্যাওয়ার্ড সহ বহু পুরষ্কার।
advertisement
advertisement
advertisement
নানা রঙের কাপড়ের টুকরো, গামছা ,পাটের দড়ি, স্টোভের ফিতে সহ নানাধরনের সামগ্রী দিয়েই ওয়ার্কশপে মহিলারা আধুনিক ডিজাইনের পোষাক তৈরি করেন। সেই সব পোশাক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা বাংলা জুড়ে। শুধু নিজের জন্য নয়, ক্রেতাদের মুখে হাসি ফোটাতেও দীপ দত্তের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছে শিল্পী ও ব্যবসায়ী মহল।
advertisement
ডিজাইনার দীপ দত্ত জানিয়েছেন, বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে তাঁর এই কর্মযজ্ঞ শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথমে নিজেই অর্ডার নিয়ে বানাতেন। আস্তে আস্তে এই ডিজাইনার পোষাকের চাহিদা বাড়তেই তিনি মায়ের নামে এই ওয়ার্কশপটি গড়ে তোলেন। বর্তমানে এই ওয়ার্কশপে কাজ করছেন ২০ জন মহিলা শিল্পী। এছাড়া তিনি আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিবন্ধী যুবক-যুবতীদেরও এই পেশায় অংশগ্রহন করিয়ে তাঁদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন।
advertisement
ইতিমধ্যেই শিল্পী দীপ দত্তের সাফল্যের ঝুলিতে এসেছে স্টেট অ্যাওয়ার্ড, এমএসএমই অ্যাওয়ার্ড, সর্বশিক্ষার অ্যাওয়ার্ড সহ বহু পুরষ্কার। শিল্পীর শিল্পনৈপুন্যে তৈরি নানা ডিজাইনের পোষাক জায়গা পেয়েছে রুপালি পর্দার একাধিক সিনেমা সিরিয়ালেও। তাই পুতুল টেক্সটাইলে কাজের অভিজ্ঞতা না থেকেও যোগ দিয়ে আজ স্বনির্ভর হতে পেরে আপ্লুত গুমা রেলকলোনীতে থাকা দরিদ্র পরিবারের বধূরা।








