বর্তমানে স্কুলে ৮০০ ছাত্র-ছাত্রী রয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮টি ক্লাসের ১২টি সেকশন থাকলেও শিক্ষক সংখ্যা ১০ হওয়ায় মাঝেমধ্যেই ১ জন শিক্ষককে সমস্ত দিন একটি ক্লাস নিতে হচ্ছে। ফলে খুবই অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
আরও পড়ুনঃ প্রশাসনের নজর এড়িয়ে পালাতে চেয়েছিল, ঝাড়খণ্ড সীমান্তে দুর্ঘটনার কবলে পণ্যবাহী ট্রাক
advertisement
স্কুলের এই শিক্ষক সংকটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি পতিত পবন মণ্ডল। তিনি জানান, স্কুলে প্রধান শিক্ষক, মেট্রোন ও ক্লার্ক নেই। যে কয়েকজন শিক্ষক রয়েছে তারাই সব কাজ করছেন। স্কুলে এমনিতেই শিক্ষক কম রয়েছে। তার ওপর শিক্ষকদের আনুসাঙ্গিক কাজ করতে হচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও সঠিকভাবে ক্লাস নেওয়া যাচ্ছে না। এ ভাবে চলতে থাকলে একসময় স্কুল চালানোই দূরহ ব্যাপার হয়ে উঠবে।
এ ছাড়াও স্কুলে জলের সমস্যার কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন জলের সমস্যার সমাধান করতে একাধিক নলকূপ বসানো হয়েছিল। কিন্তু সবগুলিই আবার খারাপ হয়ে গিয়েছে। সাব মার্সিবেল পাম্প কাজ করছেনা। কয়েকটি নলকূপ থেকে আর্সেনিক যুক্ত জল উঠছে। সমস্যার কথা প্রাশানসনিক সর্বস্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক