TRENDING:

South 24 Parganas News|| পড়াশুনা লাটে! নানা সমস্যায় জর্জরিত ইস্তারনপুর হাইস্কুলের পড়ুয়া-শিক্ষিকেরা

Last Updated:

ইস্তারনপুর হাইস্কুলের বেহাল দশা। এরফলে অসুবিধায় পড়েছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে রয়েছে তীব্র জলের সমস্যা সঙ্গে রয়েছে শিক্ষক সংকট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরাপুর: ইস্তারনপুর হাইস্কুলের বেহাল দশা। তার জেরে অসুবিধায় পড়েছেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে রয়েছে তীব্র জলের সমস্যা, সঙ্গে রয়েছে শিক্ষক সংকট। এই দুই সমস্যায় পড়াশোনা লাটে উঠতে চলেছে ছাত্র-ছাত্রীদের। আগে এই স্কুলে ১৬ জন শিক্ষক থাকলেও বর্তমানে শিক্ষকের সংখ্যা ১০। মূলত অবসর ও অন্য স্কুলে শিক্ষক বদলি হয়ে যাওয়ায় শিক্ষকের সংখ্যা কমেছে।
advertisement

বর্তমানে স্কুলে ৮০০ ছাত্র-ছাত্রী রয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮টি ক্লাসের ১২টি সেকশন থাকলেও শিক্ষক সংখ্যা ১০ হওয়ায় মাঝেমধ্যেই ১ জন শিক্ষককে সমস্ত দিন একটি ক্লাস নিতে হচ্ছে। ফলে খুবই অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুনঃ প্রশাসনের নজর এড়িয়ে পালাতে চেয়েছিল, ঝাড়খণ্ড সীমান্তে দুর্ঘটনার কবলে পণ্যবাহী ট্রাক

advertisement

স্কুলের এই শিক্ষক সংকটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি পতিত পবন মণ্ডল। তিনি জানান, স্কুলে প্রধান শিক্ষক, মেট্রোন ও ক্লার্ক নেই। যে কয়েকজন শিক্ষক রয়েছে তারাই সব কাজ করছেন। স্কুলে এমনিতেই শিক্ষক কম রয়েছে। তার ওপর শিক্ষকদের আনুসাঙ্গিক কাজ করতে হচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও সঠিকভাবে ক্লাস নেওয়া যাচ্ছে না। এ ভাবে চলতে থাকলে একসময় স্কুল চালানোই দূরহ ব্যাপার হয়ে উঠবে।

advertisement

View More

এ ছাড়াও স্কুলে জলের সমস্যার কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন জলের সমস্যার সমাধান করতে একাধিক নলকূপ বসানো হয়েছিল। কিন্তু সবগুলিই আবার খারাপ হয়ে গিয়েছে। সাব মার্সিবেল পাম্প কাজ করছেনা। কয়েকটি নলকূপ থেকে আর্সেনিক যুক্ত জল উঠছে। সমস্যার কথা প্রাশানসনিক সর্বস্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| পড়াশুনা লাটে! নানা সমস্যায় জর্জরিত ইস্তারনপুর হাইস্কুলের পড়ুয়া-শিক্ষিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল