আরও পড়ুন: রাস্তায় বালতি রেখে এ কী করছেন গৃহিণীরা! চাঞ্চল্য ছড়াল এলাকায়
এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ বারুইপুরকে নেশা মুক্ত ও সন্ত্রাস মুক্ত এলাকা করতে আমরা বদ্ধপরিকর। বিভিন্ন নেশার কারণেই এলাকায় বাড়ছে বিভিন্ন অসামাজিক কাজ। নেশার অর্থ যোগাতে বিভিন্ন সময় যুব সমাজ অপরাধের রাস্তা বেছে নিচ্ছে। আমরা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাব। তাদের জীবনের মূলস্রোতে ফেরার ব্যবস্থা পুলিশ করে দেবে বলে তিনি জানান।
advertisement
এসপি বারুইপুরবাসীকে আগামীদিনে সুস্থ সমাজ উপহার দেওয়ার আশ্বাস দেন। এদিন ট্যাবলোটি বারুইপুর হাসপাতালের কাছ থেকে গোচরণ হয়ে প্রায় ১০ কিলোমিটার যাত্রা করে। আজকের এই বিশেষ দিনে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ও বারুইপুর ট্রাফিক বিভাগের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন পদযাত্রায়।
সুমন সাহা