আরও পড়ুন: বেহাল সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
বৃহস্পতিবার সকাল থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন বারুইপুরের ধপধপি গ্রামের বাসিন্দারা৷ বারুইপুর পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হলেও তা পর্যাপ্ত ছিল না। ফলে জল নেওয়া নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি বেঁধে যায়। অনেকে আবার বাধ্য হয়ে পানীয় জল কিনে খাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীদের৷ গোটা গ্রাম আর্সেনিক প্রবণ এলাকা হওয়ায় সমস্যা আরো বেড়েছে।
advertisement
এই গ্রামেই আর্সেনিকের প্রভাবে মৄত্যু হয়েছে একাধিক বাসিন্দার৷ পরিস্থিতি সামল দিতে বাম আমলে এই এলাকায় জলের পাইপ লাইন বসানো হয়েছিল৷ আর্সেনিক মুক্ত সেই জলই পান করতেন এলাকার বাসিন্দারা৷ কিন্তু সকালে এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন একাধিক জায়গায় পানীয় জলের পাইপ লাইন ফাটা৷ পানীয় জল না পাওযায় ধপধপি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাও হয়নি। দুপুরেই টিফিনের সময় ছুটি দিয়ে দেওয়া হয় বাচ্ছাদের। স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার পাল জানান, জলের ব্যবস্থা করে পরের দিন রান্না হবে। এই জল সঙ্কট নিয়ে বারুইপুরের বিডিও সৌরভ মাঝির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি এখনও পর্যন্ত কেউ তাঁকে জানায়নি ৷ তিনি খোঁজ নিয়ে দেখছেন ঠিক কী ঘটেছে। অন্যদিকে বারুইপুরের পিএইচই দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস রায় জানান, তাঁরা বিষয়টি জানেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন৷
সুমন সাহা