Coochbehar News: বেহাল সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

Last Updated:

বেহাল সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা

+
বেহাল

বেহাল দশার সেতু

কোচবিহার: পূর্ব ভোগডাবাডরি গ্রাম খাতায়-কলমে শীতলকুচি ব্লকের অন্তর্গত। তবে এই গ্রামের মধ্যে ঢুকতে হলে কোচবিহার-১ ব্লকের মাঘপালা ও কার্গিলবাজার হয়ে পেরোতে হয় বেঙ্গনবাড়ির ছড়া নদী। বর্ষার সময়ে এই নদীর জল বেড়ে ওঠে বেশ অনেকটাই। কিন্তু এই নদীর উপরের একমাত্র সেতু, যা গ্রামের মানুষদের একমাত্র ভরসা সেটির অবস্থা একেবারেই বেহাল। অথচ গ্রামে ঢোকার জন্য এই একটি মাত্র‌ই রাস্তা আছে। সেই সেতুর রেলিং ভেঙে গিয়েছে, কিছুদিন আগে এই সেতু পারাপার করতে গিয়ে এক বৃদ্ধ নদীতে পড়ে গিয়েছিলেন। ফলে নাজেহাল অবস্থা গ্রামবাসীদের।
যেকোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে এই সেতুটি। বন্ধ হয়ে যেতে পারে গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। গ্রামের বাসিন্দা কালিকান্ত বর্মন জানান, বিগত পাঁচ বছর ধরে সেতুর অবস্থা একেবারেই বেহাল হয়ে রয়েছে। বহুবার স্থানীয় প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোন‌ও লাভ হয়নি। এখনও পর্যন্ত এই সেতুর মেরামতির কোন‌ও কাজ হয়নি। যেকোন‌ও মুহুর্তে ভেঙে পড়তে পারে সেতুটি।
advertisement
advertisement
আনন্দ মণ্ডল ও আমোদি মণ্ডল নামে গ্রামের আরও দুই বাসিন্দা জানান, একটি সামান্য টোটো এই সেতুর উপর দিয়ে যাতায়াত করলেও সেতুটি কাঁপতে থাকে। বিস্তীর্ণ গ্রামের মানুষের ভরসা এই সেতু। পাশের চান্দামারী গ্রাম পঞ্চায়েতের কালভাঙা সেতু কিছুদিন আগেই ভেঙে পড়েছে। এই কারণে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। সব মিলিয়ে গ্রামের মানুষেরা একপ্রকার নিরুপায় হয়েই এই বেহাল সেতু দিয়ে যাতায়াত করে চলেছেন। তবে যদি আচমকাই কোন সময় এই সেতু ভেঙে পড়ে। এবং এরফলে যদি কোন মানুষের ক্ষতি হয় তখন তার দায় কে বহন করবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বেহাল সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement