এই রোগে আক্রান্ত শিশুদের বুদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয় বলে খবর। মূলত শহরের দিকে এই রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিষেবা মিললেও। গ্রামের দিকে ডাউন সিনড্রোম রোগাক্রান্ত শিশুদের ক্লিনিকাল ম্যানেজমেন্ট সঠিকভাবে হয় না। ফলে তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়। সেই সমস্যার সমাধান করতে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। সরকারি ভাবে যা রাজ্যের মধ্যে প্রথম।
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ জানান এটি একটি জিনঘটিত রোগ। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ থেকে এই চিকিৎসা পরিষেবা দিলে উপকৃত হবেন প্রত্যন্ত এলাকার মানুষজন। আপাতত মাসে দু'দিন করেই মিলবে এই চিকিৎসা পরিষেবা। এই মুহূর্তে হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে ৫৫ টি বেড। সিসিইউ রয়েছে ৪ টি, এইচডিইউ রয়েছে ৮ টি। গ্রামবাংলার শিশুরা এই রোগে আক্রান্ত হলে আর দূরে কোথাও তাদের যেতে হবেনা। ফলে উপকৃত হবেন অনেক শিশু এবং তাদের পরিবারের লোকজন।
Nawab Mallick