TRENDING:

South 24 parganas news: সকালে পুকুরে উদ্ধার জেঠিমার দেহ, বিকেলে ছাত্রীর! জোড়া খুনের ঘটনায় শিউরে উঠবেন

Last Updated:

South 24 parganas news: সকালে জেঠিমা ও বিকালে চুমকির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। দুই খুনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর: বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ নিখোঁজ ছিলেন জেঠিমা পূর্ণিমা নস্কর (৫৪)। শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। সন্ধ্যায় ওই পুকুর থেকেই কলেজ ছাত্রী চুমকি নস্করের (১৯) মৃতদেহ উদ্ধার হয়। দুজনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার হাটখোলা নুর্সিরদার চক গ্রামে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে জেঠিমা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার পর পুলিশ মৃতদেহ আত্মীয়ের হাতে তুলে দেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে মাথায় আঘাতের কারণেই মৃত্যু। সন্ধ্যায় ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে তদন্ত চলাকালীন পুকুরের জলে ভাসতে দেখে আরও একটি মৃতদেহ। দেহটি চুমকি নস্করের। তাঁরও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এরপরেই খুনের অভিযোগ করে পরিবার।

advertisement

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়

অভিযোগ, পাশের পাড়ার সৌরভ মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল চুমকির। কিন্তু বিয়ের কথা বলতেই নারাজ সৌরভ। তার পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ অন্য ছেলের সঙ্গে চুমকির নতুন সম্পর্ক গড়ে উঠেছে এই সন্দেহে বৃহস্পতিবার রাতে এসে চুমকিকে ডাকে সৌরভ।

advertisement

View More

আরও পড়ুন: আগরতলা-কলকাতার যাতায়াতে সময় কমে ১০ ঘণ্টা! রেল মন্ত্রকের বিশেষ উদ্যোগে চমক

বাড়ির বাইরে আসতেই তাঁকে খুন করে। ওই সময় বাড়ির বাইরে জেঠিমা দেখে ফেলে সৌরভকে। তখনই সাক্ষী লোপাটের জন্য জেঠিমাকেও খুন করে রাস্তার পাশের পুকুরে দু’টি মৃতদেহ ফেলে পালিয়ে যায় সৌরভ। ঘটনার পর থেকে পলাতক প্রমিক ও তার পরিবারের সদস্যরা।

advertisement

সকালে জেঠিমা ও বিকালে চুমকির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। একদিকে বাড়িতে আসে জেঠিমার মৃতদেহ অন্য দিকে কলেজ ছাত্রী চুমকির মৃতদেহ ময়নাতদন্ত পাঠায় পুলিশ। দুই খুনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 parganas news: সকালে পুকুরে উদ্ধার জেঠিমার দেহ, বিকেলে ছাত্রীর! জোড়া খুনের ঘটনায় শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল