শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে জেঠিমা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার পর পুলিশ মৃতদেহ আত্মীয়ের হাতে তুলে দেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে মাথায় আঘাতের কারণেই মৃত্যু। সন্ধ্যায় ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে তদন্ত চলাকালীন পুকুরের জলে ভাসতে দেখে আরও একটি মৃতদেহ। দেহটি চুমকি নস্করের। তাঁরও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এরপরেই খুনের অভিযোগ করে পরিবার।
advertisement
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়
অভিযোগ, পাশের পাড়ার সৌরভ মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল চুমকির। কিন্তু বিয়ের কথা বলতেই নারাজ সৌরভ। তার পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ অন্য ছেলের সঙ্গে চুমকির নতুন সম্পর্ক গড়ে উঠেছে এই সন্দেহে বৃহস্পতিবার রাতে এসে চুমকিকে ডাকে সৌরভ।
আরও পড়ুন: আগরতলা-কলকাতার যাতায়াতে সময় কমে ১০ ঘণ্টা! রেল মন্ত্রকের বিশেষ উদ্যোগে চমক
বাড়ির বাইরে আসতেই তাঁকে খুন করে। ওই সময় বাড়ির বাইরে জেঠিমা দেখে ফেলে সৌরভকে। তখনই সাক্ষী লোপাটের জন্য জেঠিমাকেও খুন করে রাস্তার পাশের পুকুরে দু’টি মৃতদেহ ফেলে পালিয়ে যায় সৌরভ। ঘটনার পর থেকে পলাতক প্রমিক ও তার পরিবারের সদস্যরা।
সকালে জেঠিমা ও বিকালে চুমকির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। একদিকে বাড়িতে আসে জেঠিমার মৃতদেহ অন্য দিকে কলেজ ছাত্রী চুমকির মৃতদেহ ময়নাতদন্ত পাঠায় পুলিশ। দুই খুনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
অর্পণ মণ্ডল