TRENDING:

 South 24 Parganas News: কীভাবে রক্ষা পাবে সুন্দরবন! গোসাবাতে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী

Last Updated:

 South 24 Parganas News:  সুন্দরবনের দীপাঞ্চল গোসাবাতে আচমকাই রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী !চললো দীর্ঘ আলোচনা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোসাবা:দক্ষিণবঙ্গে আসন্ন খারাপ আবহাওয়ার কারণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছিল। এই ঘোষণার পরেই শনিবার সুন্দরবনের দীপাঞ্চল গোসাবাতে আচমকাই রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান গোসাবার বিডিও অফিসে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও খড়্গপুর আইআইটি কলেজের কিছু বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক করেন এবং এই বৈঠকে আসন্ন বিপদ থেকে আগামী দিনে কিভাবে সুন্দরবনকে রক্ষা করা যাবে? ও যেভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলস্থল ক্রমশ বাড়ছে সেই পরিস্থিতিতে সুন্দরবনের এই দীপাঞ্চলগুলিকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে একটি জরুরি বৈঠক করেন।
গোসভা তে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী
গোসভা তে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী
advertisement

এই বৈঠকেকে বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পরিষদ মন্ত্রী বঙ্কিম হাজরা এদিন এই বৈঠকে তিনিও জানান বিগত দিনে বিভিন্ন সাইক্লোনের কারণে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ ভাঙ্গুর অবস্থায় রয়েছে আর তাই বিপর্যয় মোকাবেলার পাশাপাশি ও সুন্দরবনের নদী বাঁধ গুলোর উপরে যাতে রাজ্য সরকার আর একটু নজর দেন এদিন তিনি সেই প্রস্তাব ও উত্থাপন করেন মন্ত্রী জাভেদ খানের সামনে।

advertisement

আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে বিশাল ক্ষতি লঙ্কা চাষে! লঙ্কা কিনতে ঘাম ছুটতে পারে! বাড়বে কী দাম? জানুন

এই বৈঠকে মন্ত্রী জাভেদ খান জানান বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি রাজ্যের শেষ দফতর কেউ এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। আগামী দিনের সুন্দরবনের নদী বাঁধগুলোকে পাকাপাকিভাবে কোন পদ্ধতিতে করা যায় সে নিয়ে ওই দিন দীর্ঘ আলোচনা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
 South 24 Parganas News: কীভাবে রক্ষা পাবে সুন্দরবন! গোসাবাতে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল