আরও পড়ুন: আর শুধু দিঘা-বকখালি নয়! কলকাতার কাছেই নতুন এক সমুদ্র-সৈকতের খোঁজ! জানুন
এই অবস্থাতে আর পাঁচটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনেকটাই আলাদা জয়নগর শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় । ছাত্র-ছাত্রীদের তাদের আগামী দিনের পথ চলার শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় ছোট থেকে শিক্ষা দিতে এগিয়ে এসেছেন জয়নগর শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে প্রায় ৬০০ এরও বেশি ছাত্রছাত্রীর সংখ্যা যা অন্য কোথাও প্রাইমারি স্কুলে সেভাবে দেখাই যায় না। তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছে ডিজিটাল ক্লাসরুম। পাশাপাশি প্রাথমিক থেকেই কম্পিউটারের শিক্ষা। আরো বিভিন্ন ধরনের নয়া উদ্যোগ দেখা গেছে এই প্রাথমিক বিদ্যালয়ে।
advertisement
আরও পড়ুন: বারুইপুরের পুজোয় ফুটে উঠছে মহাদেব-এর নানা রূপ
বেসরকারি স্কুলকে পাল্লা দিয়ে প্রাথমিক বিদ্যালয় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি এই স্কুলের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অন্য কোন স্কুলে দেখা যায় না। এই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের ব্যাগের বদলে আজও সেই টিনের বক্স ব্যবহার করতে হয়। এতে বাচ্চাদের যে বড় বড় ব্যাগের হাত থেকে রক্ষা পায়। এতে বাচ্চাদের পড়াশোনার প্রতি অনেকটাই আগ্রহ বাড়বে। কারণ আজকালকার দিনে দেখা যায় ছোট ছোট বাচ্চাদের কাঁধে বড় বড় ব্যাগের ওজন নিয়ে ক্লান্ত হয়ে পড়ে। সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলটি এভাবে এগিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরাও।
সুমন সাহা