TRENDING:

South 24 Parganas News : পকেটে ৫০ টাকা থাকলেই মিলবে সবুজ সাথীর সাইকেল! ডায়মন্ড হারবারে অভিযুক্ত স্কুল

Last Updated:

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: সবুজ সাথীর সাইকেল পেতে দিতে হচ্ছে ৫০ টাকা। এই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ডহারবারের খোর্দনলায়। অভিযোগ সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের খোর্দনলা বিপিন বিহারী শিক্ষা সদন স্কুলে।
টাকার বিনিময়ে সবুজ সাথীর সাইকেল দেওয়ার অভিযোগ।
টাকার বিনিময়ে সবুজ সাথীর সাইকেল দেওয়ার অভিযোগ।
advertisement

এই স্কুলে পড়ুয়াদের সাইকেল দেওয়ার সময় ২৬ জন প্রাপকের মধ্যে ২৫ জন ইতিমধ্যে সাইকেল নিয়েও নিয়েছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হয়েছে। না দিলে সাইকেল দেওয়া হবে না বলে স্কুল থেকে জানানো হয়।

আরও পড়ুন: এবার দুয়ারে ডাক্তার পরিষেবা পাবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষও

advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তাঁরা জানিয়েছেন, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনার জন্য পরিবহণ খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। স্কুলের নিজস্ব তহবিলে টাকা না থাকায় পড়ুয়াদের থেকে এই টাকা নিতে হয়েছে।

View More

ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী জানান, 'ঘটনাটি নজরে এসেছে খোঁজ নিয়ে দেখছি।' এই অভিযোগ পাওয়ার পর নড়চড়ে বসেছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ওই স্কুলের অভিভাবকদের দাবি, শুধুমাত্র ওই স্কুল নয় আশেপাশের আরও অনেক স্কুলে এইরকমভাবে টাকা নেওয়া হচ্ছে‌। এই অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পকেটে ৫০ টাকা থাকলেই মিলবে সবুজ সাথীর সাইকেল! ডায়মন্ড হারবারে অভিযুক্ত স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল