এই স্কুলে পড়ুয়াদের সাইকেল দেওয়ার সময় ২৬ জন প্রাপকের মধ্যে ২৫ জন ইতিমধ্যে সাইকেল নিয়েও নিয়েছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হয়েছে। না দিলে সাইকেল দেওয়া হবে না বলে স্কুল থেকে জানানো হয়।
আরও পড়ুন: এবার দুয়ারে ডাক্তার পরিষেবা পাবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষও
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তাঁরা জানিয়েছেন, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনার জন্য পরিবহণ খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। স্কুলের নিজস্ব তহবিলে টাকা না থাকায় পড়ুয়াদের থেকে এই টাকা নিতে হয়েছে।
ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী জানান, 'ঘটনাটি নজরে এসেছে খোঁজ নিয়ে দেখছি।' এই অভিযোগ পাওয়ার পর নড়চড়ে বসেছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ওই স্কুলের অভিভাবকদের দাবি, শুধুমাত্র ওই স্কুল নয় আশেপাশের আরও অনেক স্কুলে এইরকমভাবে টাকা নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
নবাব মল্লিক