হোম /খবর /দক্ষিণবঙ্গ /
এবার দুয়ারে ডাক্তার পরিষেবা পাবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষও

North 24 Parganas News: এবার দুয়ারে ডাক্তার পরিষেবা পাবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষও

X
দুয়ারে [object Object]

North 24 Parganas News: এবার দুয়ারে ডাক্তার পরিষেবা পাবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষও। হাবরা এক নম্বর ব্লক অফিসে দুয়ারে ডাক্তার পরিষেবা নিতে  আসলেন বিস্তীর্ণ এলাকার বহু সাধারণ মানুষ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ঘরে ঘরে পৌঁছবে চিকিৎসা। স্বাস্থ্য নিয়ে আর চিন্তিত হতে হবে না সাধারণ মানুষকে। হাবরায় চালু হল দুয়ারে ডাক্তার পরিষেবা। হাবরা এক নম্বর ব্লক অফিসে দুয়ারে ডাক্তার পরিষেবা নিতে এলেন বিস্তীর্ণ এলাকার বহু সাধারণ মানুষ। পরিষেবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় দুয়ারে সরকার প্রকল্পের। আর এবার সেই দুয়ারে সরকার প্রকল্প থেকেই অনুপ্রাণিত হয়ে হাবরা এক নম্বর ব্লক অফিসে বসল দুয়ারে ডাক্তার পরিষেবা।

আরও পড়ুন :  রোজা পালনের মধ্যেই হিন্দু বৃদ্ধাকে রক্ত দিলেন মুর্শিদাবাদের তরুণী

বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ তাদের নানা শারীরিক সমস্যা সহ পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধার্থে এদিনের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসেন। শারীরিক নানা সমস্যার কথা ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলে ও চিকিৎসকের পরামর্শ নেন। ক্যাম্প থেকেই বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত হাসপাতাল সুপার সুব্রত মন্ডল-সহ জেলার একাধিক প্রশাসনিক ব্যক্তি-সহ ডাক্তারেরা।

আরও পড়ুন :  অস্বাভাবিক ঘটনা! টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট! 

সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারি পরিষেবা ও ওষুধ পেয়ে খুশি রোগী-সহ রোগীর পরিবারের লোকজনও। এদিনের এই বিশেষ দুয়ারে ডাক্তার পরিষেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ ডাক্তার। পরবর্তীতে হাবরা-সহ জেলার নানা প্রান্তে এ ধরনের দুয়ারে ডাক্তার ক্যাম্প করা হবে বলেও জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য বলেও জানান বিধায়ক।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Medical Service