আমরা দেখেছি কখনও কখনও পঞ্চায়েতের প্রধানকে দুর্নীতি করার অভিযোগে গাছে বেঁধে মারধর। আবার কখনও পঞ্চায়েতের প্রধান বা সদস্য বিলাসবহুল বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করছে। তার বিপরীত চিত্র দেখা গেল কিন্তু কুলতলীর দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বৈদ্য আজও কুঁড়েঘর খড়ের ছাউনিতে বসবাস করে।
আরও পড়ুনঃ জাঙ্গিপাড়ায় নাবালিকা খুনের তদন্তে নয়া মোড়, পুলিশের জালে ৪ অভিযুক্ত
advertisement
পাশাপাশি এ বিষয়ে এলাকার অলোক হালদার তিনি জানান, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বৈদ্য কখনও আমাদের কোনও দরকার বা কোনও কাজে তাঁর কাছে এলে কোনওদিন ফেরাতেন না এবং তিনি বরাবরই আমাদের পাশে থেকে উনি আজও কুঁড়ে ঘরে বসবাস করে সেটা আমরা চোখে সামনেই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে বিলাসিতা ভাব আমরা দেখতে পাই না। উনি আজও সাইকেল নিয়ে এলাকায় চলাফেরা করে যখন ডাকি তখন পায়।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর দিনই ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারার অভিযোগ, হাড়হিম ঘটনা কাকদ্বীপে
তবে এ বিষয়ে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বৈদ্য তিনি বলেন আমি কেমন মানুষ তা আমি নিজের মুখে বলতে চাই না। আপনারা আমার এলাকার মানুষের সাথে কথা বলে দেখুন ওনারা কি বলতে চাই আমার ব্যাপারে আমি কতটা সত্য বা কতটা মিথ্যা তা আমার এলাকার মানুষই বলে দেবে।
সুমন সাহা