আরও পড়ুন South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিকরা নিজেরাই বালতি করে জল দিয়ে নেভানোর চেষ্টা করে৷ কিন্তু তাতে আগুনের শিখা আরও বেড়ে যায়৷ কোনমতেই আগুন নিয়ন্ত্রণে আসে না। গাড়ি থেকে একের পর এক বাইকে আগুন লেগে যায়। তারপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুন Hooghly News: বাজ পড়ল একসঙ্গে সাত জনের মাথায়! প্রাণ গেল দুই দিনমজুরের
এই ঘটনার প্রসঙ্গে বারুইপুর পুলিশ সুপার সাংবাদিকদের জানান, "গতকাল আমরা খবর পাই কাটাখালের কাছে বেআইনিভাবে বাজি তৈরি করার মশলা মজুত করা আছে। সেই খবর পেয়ে বারইপুর পুলিশ অভিযান চালিয়ে বাজি তৈরির সরঞ্জাম ৫০০ কেজি মতো উদ্ধার করে নিয়ে আসে। সেগুলি দমকলের গাড়ি এসে জলে ভিজিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও কোনমতে আজ সকালে আগুন লেগে যায়। তবে আগুন লাগার ঘটনায় পুলিশ বিল্ডিং-এর কোন দুর্ঘটনা ঘটেনি। বেশ কিছু গাড়ি পুড়ে যায়। তবে এই পুরো ঘটনাটা আমরা খতিয়ে দেখছি কীভাবে আগুন লেগেছে৷ তার তদন্ত চলছে।পাশাপাশি তিনি আরও জানান বেআইনি যে বাজি কারখানা গুলি আছে সেগুলির বিরুদ্ধে তদন্ত চলবে৷
সুমন সাহা