আরও পড়ুন: অবশেষে স্বাভাবিক হল বনগাঁর ট্রেন চলাচল, বাতিল তিনটি লোকাল
ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল জয়নগর-মজিলপুর পুরসভা। পুর এলাকায় যে সব ফাঁকা দেওয়াল আছে সেখানে মজার ছবি এঁকে মানুষকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গির মোকাবিলা করতে গেলে কী কী করতে হবে সে বিষয়ের মজা ছলে ছবি এঁকে গোটাটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এতে মানুষ মজা তো পাচ্ছেই সঙ্গে সতর্কও হচ্ছে। যেমন কোথাও আঁকা হয়েছে টাক মাথা লোকের কার্টুন। সে বলছে, “উফ পাত্রে জমা জল কেন যে পরিষ্কার করলাম না। শেষমেষে টাকেই কামড়ালি! বিভিন্ন দেওয়ালে এই রকম মজার ছবি এঁকে ডেঙ্গি প্রতিরোধের বার্তা দেওয়া হচ্ছে জয়নগরে।
advertisement
সাধারণত প্রতিবছর বর্ষাকালে রাজ্যে ডেঙ্গির প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বহু মানুষ মারাও যায়। এই বছর একটু আগে থেকেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। আর তাই জয়নগর-মজিলপুর পুরসভার পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে সাধারণ মানুষকে এই নিয়ে সতর্ক করা হচ্ছে। এই বিষয়ে জয়নগর-মজিলপুর পুরসভার উপ-পুরপ্রধান বলেন, ফ্লেক্স-পোস্টার ঝড়ে বা হাওয়াতে নষ্ট হয়ে যেতে পারে। তাই এলাকার মানুষের কথা মাথায় রেখে আমরা দেওয়াল লিখনকে বেছে নিয়েছি। একটাই উদ্দেশ্য নিয়ে সবাই সচেতন হোক।
সুমন সাহা