স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতলার দিক থেকে সাইকেলে করে পৈলানের দিকে আসছিলেন যাদব মণ্ডল। একই দিক থেকে আসছিল একটি লরি। হঠাৎই টাল সামলাতে না পেরে সাইকেল থেকে রাস্তার উপর পড়ে যান ওই ব্যক্তি। কিন্তু তাঁকে পড়ে থাকতে দেখেও লরিটি না থেমে যাদব মণ্ডলের শরীরের উপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদে কৃষক খুন, ৭ আত্মীয় গ্রেফতার
এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমতলার হাসপাতালে ছুটে আসেন মৃতের পরিজনরা। তাঁরা জানান, প্রতিদিন সকালে সাইকেলে করেই কাজে যেতেন যাদববাবু। পুলিশ তাঁদের ফোন করে বলেছিল, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যাদব মণ্ডল, দ্রুত হাসপাতালে আসুন। তাঁর পরিজনদের দাবি, হাসপাতালে পৌঁছে দেখেন যাদববাবু মারা গিয়েছেন।
এদিকে বিষ্ণুপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি আটক করে। তবে লরির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে।
অর্পন মণ্ডল