ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর এলাকায় একাধিক অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত এই ছুন্ন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া মোটর বাইকের সন্ধান মিলতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
advertisement
এইজন্য মিডিল ম্যানের কাজ করত। জেলায় বিভিন্ন এলাকার চুরি হয়া বাইক, ছুন্নর হাত বদলি হয়ে অন্য জেলায় পার হত চুরির হওয়া বাইক।
আরও পড়ুন - South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ
দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিভিন্ন প্রান্তে বাইক কয়েক মাসে বাইক চুরি বাড়ছিল, এই চুরির বাইক আর কার কার হাতে যেত সেখান থেকে কিভাবে বাইক পাচার হত তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।
advertisement
Arpan Mandal
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 4:51 PM IST






