পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত শিশুর মৃতদেহ দু’টিকে উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মৃতদেহ শনাক্তকরণের কাজ। এছাড়াও চলতে থাকে বিভিন্ন জল্পনা।তবে এখনও পর্যন্ত মৃত শিশু দ্বয়ের পিতা-মাতার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি মৃত শিশু দ্বয়ের পিতা-মাতা এলাকার কোনও মানুষ নন। বাইরের কেউ এসে পোল থেকে শিশু দু’টিকে খালে ফেলে দিয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- দেড় লক্ষ টাকা আয়, ধানের পরিবর্তে মুসম্বি লেবু চাষ করে ‘মালামাল’ কৃষক
আরও পড়ুন-মর্মান্তিক! মালয়েশিয়া থেকে শহীদ দিবসে আসাটাই কাল হল, ভয়াবহ পরিণতি হল যুবকের
এরপর কোনও ভাবে ভাসতে ভাসতে মৃতদেহ দুটি এসেছে ওই এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুদের পিতা-মাতাকে কোনওভাবে শনাক্ত করা যায়নি। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি খুন না অন্যকিছু তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পরিষ্কার হবে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক