TMC 21 July Shahid Diwas:মর্মান্তিক! মালয়েশিয়া থেকে শহীদ দিবসে আসাটাই কাল হল, ভয়াবহ পরিণতি হল যুবকের

Last Updated:

TMC 21 July Shahid Diwas: মালয়েশিয়া থেকে হরিণঘাটার বাড়িতে ফিরেছিলেন কুতুবউদ্দিন মন্ডল। এদিন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন শহীদ দিবসের অনুষ্ঠানেও। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হল না।

শোকের ছায়া
শোকের ছায়া
উত্তর ২৪ পরগনা: একুশে জুলাই ধর্মতলা থেকে বাড়ি ফেরার পথে বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছে বাথরুম করতে নামাই হল কাল। আপ বনগাঁ লোকালের ধাক্কায় সব শেষ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না যুবককে। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাফল্যের কথা জানার পরই, মালয়েশিয়া থেকে হরিণঘাটার বাড়িতে ফিরেছিলেন কুতুবউদ্দিন মন্ডল।
এদিন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন শহীদ দিবসের অনুষ্ঠানেও। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হল না হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়ার বছর ৩২ এর যুবক কুতুবুউদ্দিনের।গাড়িতে আসা সতীর্থদের থেকে জানা যায়, সভা শেষে বাড়ি ফেরার পথে বাথরুম করতে কুতুবউদ্দিন নামে বারাসাতের ১১ নম্বর রেলগেটে। লাইনের পাশে দাঁড়িয়ে বাথরুম করার সময়ই, একটি ট্রেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
advertisement
advertisement
বারাসাত থানা ও জিআরপি কুতুবুদ্দিন মন্ডলকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। ঘটনায় শোকে ভেঙে পড়েন কুতুবুদ্দিনের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরাও। একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়া কুতুবুউদ্দিন যে আর নেই তা যেন তখনও মেনে নিতে পারছেন না সতীর্থ দলীয় কর্মী সমর্থকরা। মৃত যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
TMC 21 July Shahid Diwas:মর্মান্তিক! মালয়েশিয়া থেকে শহীদ দিবসে আসাটাই কাল হল, ভয়াবহ পরিণতি হল যুবকের
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement