TRENDING:

CPIM Minakshi Mukherjee: 'এখন অভিনেত্রীকেও ED ডাকছে, তৃণমূলের অবস্থা বুঝুন', সায়নীকে টেনে ভোটপ্রচারে বাউন্সার মীনাক্ষীর!

Last Updated:

CPIM Minakshi Mukherjee attacks Saayoni Ghosh: বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে জনসভা নেত্রী মীনাক্ষীর। সেখানেই বিস্ফোরক ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর:  রাজ্য পঞ্চায়েত নির্বাচন কথা মাথায় রেখে গ্রাম দখলের লড়াইয়ে নেমে পড়েছে রাজ্যের শাসক থেকে বিরোধী দলের নেতা নেতৃত্ব। নির্বাচনী প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছে না বাম শিবির। বৃষ্টিকে উপেক্ষা করেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের চালতাবেরিয়া তেঁতুলতলা মোড়ে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে একটি জনসভা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
advertisement

বৃষ্টির কারণে জনসভা ভেস্তে গেলেও সংবাদমাধ্যমের সামনে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রীকে। তিনি বলেন, ‘গোটা রাজ্যজুড়ে বোমা তৈরির কারখানা করেছে শাসকদল। পুলিশের মদতে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই ভোটারদের। যারা এলাকায় সন্ত্রাস করেছে, তারা পুলিশের সাহায্য নিয়ে কোথাও তৃণমূল নেতারা নিজেরাই নেমে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। এই নির্বাচনী ক্ষেত্রে অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা চাই কোনও মায়ের যাতে কোল খালি না হয়। এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক।’

advertisement

মীনাক্ষীর সভায় জনসমাগম

আরও পড়ুন: বাড়িতে ভোটার স্লিপ দিতে যায় সিপিআইএম, নিতে রাজি হননি তৃণমূল কর্মী! তারপরের ঘটনা অবিশ্বাস্য

View More

মীনাক্ষী আরও বলেন, ‘রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে শাসকদল। দুর্নীতি ও সন্ত্রাসের নিমজ্জিত হচ্ছে যুব সমাজ। যুব সমাজকে বাঁচাতে সিপিআইএম-এর এই লড়াই চলবে। বেকার যুবকদের কোথাও না কোথাও এই সরকার অপরাধ মূলক কাজের সঙ্গে নিমজ্জিত করছে। সরকার তার ভূমিকা ও দায়বদ্ধতা রাখতে পারছে না। সরকারের বিরোধিতা করলে তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার সমাজকে অপরাধমূলক প্রবণতায় ঠেলে দিচ্ছে। একটা অভিনয় করা মেয়ে তাঁকেও তদন্তকারী সংস্থা ডাকছে, তার মানে কী হচ্ছে রাজ্যে আপনারাই বুঝতে পারছেন।’

advertisement

আরও পড়ুন: ‘আমিও থাকব’, নন্দীগ্রাম নিয়ে বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর! ষড়যন্ত্রে জুড়লেন মমতার নাম

পঞ্চায়েত নির্বাচন প্রচারের শেষ লগ্নে বাম কর্মীদের উজ্জীবিত ও এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে বক্তব্যে জোর দিয়েছেন সিপিআইএম নেত্রী, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
CPIM Minakshi Mukherjee: 'এখন অভিনেত্রীকেও ED ডাকছে, তৃণমূলের অবস্থা বুঝুন', সায়নীকে টেনে ভোটপ্রচারে বাউন্সার মীনাক্ষীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল