বৃষ্টির কারণে জনসভা ভেস্তে গেলেও সংবাদমাধ্যমের সামনে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রীকে। তিনি বলেন, ‘গোটা রাজ্যজুড়ে বোমা তৈরির কারখানা করেছে শাসকদল। পুলিশের মদতে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই ভোটারদের। যারা এলাকায় সন্ত্রাস করেছে, তারা পুলিশের সাহায্য নিয়ে কোথাও তৃণমূল নেতারা নিজেরাই নেমে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। এই নির্বাচনী ক্ষেত্রে অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা চাই কোনও মায়ের যাতে কোল খালি না হয়। এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক।’
advertisement
আরও পড়ুন: বাড়িতে ভোটার স্লিপ দিতে যায় সিপিআইএম, নিতে রাজি হননি তৃণমূল কর্মী! তারপরের ঘটনা অবিশ্বাস্য
মীনাক্ষী আরও বলেন, ‘রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে শাসকদল। দুর্নীতি ও সন্ত্রাসের নিমজ্জিত হচ্ছে যুব সমাজ। যুব সমাজকে বাঁচাতে সিপিআইএম-এর এই লড়াই চলবে। বেকার যুবকদের কোথাও না কোথাও এই সরকার অপরাধ মূলক কাজের সঙ্গে নিমজ্জিত করছে। সরকার তার ভূমিকা ও দায়বদ্ধতা রাখতে পারছে না। সরকারের বিরোধিতা করলে তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার সমাজকে অপরাধমূলক প্রবণতায় ঠেলে দিচ্ছে। একটা অভিনয় করা মেয়ে তাঁকেও তদন্তকারী সংস্থা ডাকছে, তার মানে কী হচ্ছে রাজ্যে আপনারাই বুঝতে পারছেন।’
আরও পড়ুন: ‘আমিও থাকব’, নন্দীগ্রাম নিয়ে বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর! ষড়যন্ত্রে জুড়লেন মমতার নাম
পঞ্চায়েত নির্বাচন প্রচারের শেষ লগ্নে বাম কর্মীদের উজ্জীবিত ও এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে বক্তব্যে জোর দিয়েছেন সিপিআইএম নেত্রী, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী।
সুমন সাহা