Suvendu Adhikari: 'আমিও থাকব', নন্দীগ্রাম নিয়ে বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর! ষড়যন্ত্রে জুড়লেন মমতার নাম

Last Updated:

Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এর প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল হুঙ্কার। সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
নন্দীগ্রাম: বিধানসভা ভোটের পর এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। আবার রাজ্য-রাজনীতির অভিমুখ নন্দীগ্রামের দিকে। ভোটের ভরকেন্দ্র যেন নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা জবাব দেন শুভেন্দু। বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রাম?
বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এর প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল হুঙ্কার। তাঁর দাবি, ‘চোর মুক্ত পঞ্চায়েত আমরা চাই, আমরা দলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত চাই। ইতিমধ্যে ১৮-১৯ জন মারা গিয়েছেন। কী মধু আছে পঞ্চায়েতে? এ এক অদ্ভুত রাজ্য। আজও সকালে বীরভূমে বিজেপির একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজ্যজুড়ে অসংখ্য উদহরণ রয়েছে এমন। তৃণমূল জঙ্গলের রাজত্ব তৈরি করছে।’
advertisement
. .
advertisement
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু! বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা
ভোটের দিন নন্দীগ্রামে ভোট লুঠ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘আরও একটা ১৪ মার্চ ঘটাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লার বাহিনী পাঠাচ্ছে এখানে। নৌকা করে বাহিনী ঢোকানো হবে। আমরাও দেখব। আমিও থাকব ভোটের দিন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, কিন্তু আপনারা দেখেছেন কীভাবে অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে যদি এখানে এই পার্টি নির্বাচিত হয় তাহলে এখানে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে। আমরা এত সহজে ছেড়ে দেব না। কেষ্ট মণ্ডলকে আমরা শায়েস্তা করেছি।’
advertisement
আরও পড়ুন: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
নন্দীগ্রাম থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, ‘এখন হাসপাতালে ঢুকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলেই হাসপাতালে। ভোটের দিন নন্দীগ্রামকে অশান্ত করতে দেব না। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন? এভাবে কেন্দ্রীয় বাহিনীকে দমন করা যাবে না। আমরা জানি ভোট লুঠ করতে আসবে, অন্তত একটা সাক্ষী পাওয়া যাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভূত, তাই আমরা জয় শ্রীরাম বলি ভূত তাড়াতে।’
advertisement
পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে নন্দীগ্রাম জুড়ে জনসংযোগ কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। একের পর এক জনসংযোগ কর্মসূচি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে শুরু করেছেন তিনি। এদিন ফের শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। শুভেন্দুর কথায়, ‘৫০০ টাকায় কিছু হয় না, আমরা ২০০০ টাকা করে দেব।’ বিজেপি কর্মী-সমর্থকদের শুভেন্দুর আশ্বাস, ‘ভোটের দিন আছি আমি। গণনার দিন আমি বাইরে ক্যাম্পে থাকব।’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'আমিও থাকব', নন্দীগ্রাম নিয়ে বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর! ষড়যন্ত্রে জুড়লেন মমতার নাম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement