TRENDING:

Coromandel Express Accident : 'পাশেই যাচ্ছিল করমণ্ডল! হঠাৎ কী যেন একটা জানলা ভেঙে ঢুকে এল!' বেঁচে ফেরা যাত্রীর মুখে শুনুন মৃত্যু রাতে কী ঘটেছিল!

Last Updated:

Coromandel Express Accident ‌: বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ড বিশালক্ষীতলার বাসিন্দা জয়েসা । তিনি ও তাঁর মা জয়া দলুই বেঙ্গালুরু গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে। গত শুক্রবার সন্ধ্যায় অভিশপ্ত ট্রেনে চেপেই হাওড়া ফিরছিলেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: ‘আমাদের ট্রেনের পাশেই ছিল করমণ্ডল ট্রেন। অত্যাধিক দ্রুত গতিতে ছুটছিল। জানালা থেকে দেখছি ওই ট্রেনের উপরের তার দিয়ে ও নীচের চাকার অংশ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। কী বীভৎসতা। এই চিত্র জীবনে দেখিনি। গা শিউরে উঠেছে। দু’রাত আমি ঘুমাতে পারিনি এই আগুন দেখার পর। আমরা ছিলাম বেঙ্গুলুরু এক্সপ্রেসের এসি কোচে। আমি জানালার সাইড বাথে বসেছিলাম। হঠাৎ কী যেন আমার দিকে ছিটকে এল। তারপরেই ভয়ে আমি সাইড বাথ থেকে একেবারে লাফ দিয়ে ভিতরে পড়ে যাই। মুহূর্তের মধ্যে জানালার কাঁচ ভেঙে হুড়মুড়িয়ে আমার গায়ে পড়ে।পায়ে, শরীরের সারা জায়গায় তা আটকে যায়। সহযাত্রীরাই জখম অবস্থায় উদ্ধার করে আমাকে। এরপর মেদিনীপুরের খড়গপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।বারুইপুরের বাড়িতে ফিরে এমনই দুঃসহ অভিজ্ঞতা জানালেন শিক্ষিকা জয়েসা দলুই।
advertisement

বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ড বিশালক্ষীতলার বাসিন্দা জয়েসা । তিনি ও তাঁর মা জয়া দলুই বেঙ্গালুরু গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে। গত শুক্রবার সন্ধ্যায় ট্রেনে চেপে হাওড়া ফিরছিলেন তাঁরা। জয়েসা বলেন, আমার জানালার কাঁচ প্রথমে ভাঙে। সহযাত্রীরাই সেই কাঁচ বের করে দেয়। তারপরেই পরপর কোচগুলির জানালার কাঁচ ভাঙে। আমার মা ছিল আরও ভিতরের দিকে কামরায়। আমি চিৎকার করছিলাম মায়েদের যেন কিছু না হয়। দুর্ঘটনায় আমাদের ট্রেনের পিছনের জেনারেল বগিগুলো বেশি এফেক্টেড হয়। দুই’তিনটে বগি পুরো আলাদা হয়ে গিয়েছিল।

advertisement

আরও পড়ুন:

লোকজন করমণ্ডল ট্রেনের দিকে ছুটে যাচ্ছিল। প্রচুর অ্যাম্বুলেন্স এসে গিয়েছিল। কিন্তু আমাদের ট্রেনেও বগি বিছিন্ন হয়ে গিয়েছে কেউ প্রথমে টেরই পায়নি। এদিকে, এসি পুরো বন্ধ হয়ে যাওয়ায় শ্বাসকষ্ট হচ্ছিল। জয়েসার শরীরে এখনও রয়েছে যন্ত্রণা। তিনি আরও বলেন, অনেক রাত পর্যন্ত অপেক্ষার পর রাত ২টার পর ইঞ্জিনিয়ররা ট্রেন পরীক্ষার পর তা ছাড়ে। পরে ভোরে বালাসোর নিয়ে আসা হয় আমাদের ট্রেন। ওখানে এক ঘণ্টা ধরে পিছনের বগিগুলো কেটে বাদ দেওয়া হয়। আমরা এসি ২ কামরাতে চলে গিয়েছিলাম। আমাদের কামরা পুরো ড্যামেজ হয়েছিল। এরপর ট্রেন আসে খড়গপুরে। সেখানে জি আর পি পুলিস আমাকে রেলের হাসপাতালে ভর্তি করেছিল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পড়ুয়াদের অভিনব নির্মাণ! ফেলে দেওয়া প্লাস্টিক আবর্জনা দিয়ে তৈরি সেলফি জোন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coromandel Express Accident : 'পাশেই যাচ্ছিল করমণ্ডল! হঠাৎ কী যেন একটা জানলা ভেঙে ঢুকে এল!' বেঁচে ফেরা যাত্রীর মুখে শুনুন মৃত্যু রাতে কী ঘটেছিল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল