TRENDING:

Coromandel Express Accident: এই জেলায় বিপুল সংখ্যক মানুষ কোথায়, বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন খোদ মন্ত্রী

Last Updated:

Coromandel Express Accident: জেলায় দীর্ঘ হচ্ছে মৃত ও নিখোঁজের তালিকা, অভিশপ্ত ট্রেনের ‌যাত্রীর খোঁজে এলাকায় ঘুরছেন মন্ত্রী, এই ট্রেনেই এত দক্ষিণ ২৪ পরগনার এত বাসিন্দা কেন। খোঁজ নিয়ে জানা গেল, এই ট্রেনে চেপেই অনেকে দক্ষিণ ভারতে ডাক্তার দেখাতে যান, আবার অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: সময় যত এগোচ্ছে ততই দক্ষিণ ২৪ পরগণায় দীর্ঘ হচ্ছে মৃত ও নিখোঁজের তালিকা। নিখোঁজদের সঠিক তথ‍্য তুলে আনতে এলাকায় ঘুরছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সরকারি হিসাবে এখনও পর্যন্ত জেলায় মৃত ১৭, নিখোঁজ ৪১।
advertisement

নিখোঁজ দের খোঁজ পেতে প্রাশাসনিক স্তরে সবরকম প্রচেষ্টা চলছে। স্থানীয়ভাবে উদ‍্যোগী হয়ে অনেকেই ওড়িশায় গিয়েছেন পরিজনকে খুঁজতে। জেলা জুড়ে কান্নার রোল। প্রায় প্রতিটি ব্লক থেকেই খোঁজ মিলছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনে থাকা যাত্রীর।

এই ট্রেনেই এত দক্ষিণ ২৪ পরগনার এত বাসিন্দা কেন। খোঁজ নিয়ে জানা গেল, এই ট্রেনে চেপেই অনেকে দক্ষিণ ভারতে ডাক্তার দেখাতে যান, আবার অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যান। সেজন‍্য এই ট্রেনে দক্ষিণ ২৪ পরগণার এই বিপুল সংখ্যক মানুষজন রয়েছেন, একথা স্বীকার করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও।

advertisement

মৃত ও নিখোঁজ ছাড়াও জেলা থেকে ১০৫ জন আহত ব‍্যক্তি রয়েছেন। ক্রমশ সেই সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে একটার পর একটা খবর আসছে জেলায়। ততই জেলা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক, নিখোঁজদের খোঁজ কি আদৌ মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

View More

রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার বিধায়কগণ নিজস্ব এলাকায় খোঁজ নিচ্ছেন। চলছে প্রাশাসনিক স্তরে খোঁজার চেষ্টা। মৃতদের দেহ ফেরানোর পক্রিয়া চলছে। স্বজন হারানোর কান্নায় এখন জেলার বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

 Nawab  Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coromandel Express Accident: এই জেলায় বিপুল সংখ্যক মানুষ কোথায়, বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন খোদ মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল