উল্লেখ্য, মথুরাপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত খাড়ি অঞ্চলের মণ্ডলপাড়া এলাকায় একটি মদের কারখানা নির্মাণ করা হচ্ছে বলে খবর। এই কারখানা বন্ধ করার দাবিতে একাধিকবার আন্দোলন করে স্থানীয়রা। কিন্তু কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছে।
নতুন করে আবার সেই আন্দোলন শুরু করতে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। সেই নাগরিক কনভেনশনে একাধিক বিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, অধ্যাপক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: CPIM-এর মনোরঞ্জন পাত্র, BJP-র বিশ্বজিৎ কুণ্ডু, অভিষেকের বিস্ফোরক মন্তব্যে শোরগোল
আরও পড়ুন:'২৪ ঘণ্টায় বহিষ্কার', বিরাট চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কার উদ্দেশ্যে বার্তা? দলে কাঁপন শুরু
কনভেনশন থেকে মদ ও মদের কারখানা বিরোধী ৩২ জনের একটি শক্তিশালি নাগরিক কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি ডা: তারাপদ হালদার এবং সম্পাদক নির্বাচিত হন স্বরূপ হালদার। এই কমিটি গঠন হওয়ায় আগামী দিনে মদের দোকান বন্ধ করার দাবিতে আবার জোরদার আন্দোলন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
নবাব মল্লিক