বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই মর্মে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। এ দিকে এই অভিযোগ পাওয়ার পরই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে ঢোলাহাট থানার আধিকারিকরা দ্রুত এই অভিযোগের নিষ্পত্তি করতে ধৃত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পুড়ুনঃ কালচিনিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্বাস্থ্য দফতর
এরপর ওই যুবককে দক্ষিণ বিরামপুর থেকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় ওই যুবক ঢোলাহাট থানার সিভিক ভলেন্টিয়ার। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধিধির ৩৭৬ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে বুধবার। ধৃত যুবককে গ্রেফতার করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা। ধৃত ওই যুবকের কড়া শাস্তির দাবিও জানিয়েছে তারা। এই ঘটনায় আইন আইনের পথে চলবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ।
নবাব মল্লিক