আরও পড়ুন: সপ্তাহের সাত দিনই খোলা থাকছে এই পঞ্চায়েত অফিস, পরিষেবা দিচ্ছেন মহিলা প্রধান
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সুন্দরবনের মত প্রত্যন্ত অঞ্চলে আজও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দেখা যায়। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। বর্তমান সময়ে ছেলেমেয়েদের প্রেম করে পালিয়ে বিয়ে করার মত সমস্যাও দেখা দিচ্ছে। শুধু বাল্যবিবাহ নয়, বর্তমান সময়ে শিশু নির্যাতন, নারী পাচার, শিশুশ্রম, বধূ নির্যাতনের মত সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এই সমস্ত সামাজিক ব্যাধি এড়াতে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে শুরু হয়েছে এই সচেতনতা কর্মসূচি।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধের জন্য নামখানা থানার পক্ষ থেকে স্বয়ংসিদ্ধা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের কর্মসূচির মূলকথা ছিল, নিজে সচেতন হন ও অপরকে সচেতন করুন। মূলত কিশোর-কিশোরীদের সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচি থেকে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, নারী পাচার, বধূ নির্যাতন এগুলি যে অপরাধ সে বিষয়ে সচেতন করা হয়। এ নিয়ে উদ্যোক্তারা জানান, সামাজিক ব্যাধিগুলি দূর করার জন্য ছোটোদের পাশাপাশি বড়দেরও এগিয়ে আসতে হবে। আগামীতেও এইরকম কর্মসূচি গ্রহণ করা হবে থানার পক্ষ থেকে। এদিন ছেলেমেয়েদের চাইল্ড লাইনের হেল্পলাইন নম্বর ১০৯৮ বাদেও আরেকটি একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়। নম্বরটি হল ৯৮৩৬০১২৩০০।
নবাব মল্লিক