TRENDING:

South 24Parganas News: স্করপিও গাড়িতে কী আড়াল করছিলেন স্বামী-স্ত্রী, ক্যানিংয়ে চমক গেল পুলিশও

Last Updated:

ক্যানিং মাতলা ব্রিজ সংযোগকারী রাস্তায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যানিং: ক্যানিং-মাতলা ব্রিজ সংযোগকারী রাস্তায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয়েছে সাড়ে ২৬ কেজি গাঁজা। উড়িষ্যা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা বাসন্তীতে পাচার করা হচ্ছিল। ঘটনায় একটি স্কর্পিও গাড়িকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ মোট তিনজনকে।
advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত সুলতান গায়েন ও তার স্ত্রী মিনারা মল্লিক এই গাঁজা শিয়ালদহ থেকে বাসন্তীর কলতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। উড়িষ্যা থেকে এই গাঁজা অন্য কেউ নিয়ে এসেছিল বলে দাবি ধৃতদের। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত সুলতান।

আরও পড়ুন: জয় শ্রীরামের পাল্টা বন্দে ভারতে পাথর? বিস্ফোরক শুভেন্দু, চক্রান্তের অভিযোগ কুণালের

advertisement

আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ

View More

কিছুদিন আগেই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ে যায় তার। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গত কয়েকমাস ধরেই এই গাঁজা পাচারের শুরু করেছিল সে। এদিন ক্যানিং থানার এস আই রঞ্জিত চক্রবর্তীর তৎপরতায় সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। ধৃতদের দশদিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবারই আলিপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

advertisement

তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরো তদন্ত করতে চাইছে পুলিশ।এ ব্যাপারে ক্যানিং এসডিপিও জানিয়েছেন,  ''আমাদের কাছে একটি গোপন সূত্রে খবর আসে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হয়ে যাচ্ছিল। সেই খবর আমাদের কাছে আসলে আমরা তৎপর হওয়ায় প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: স্করপিও গাড়িতে কী আড়াল করছিলেন স্বামী-স্ত্রী, ক্যানিংয়ে চমক গেল পুলিশও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল