'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
- Published by:Suvam Mukherjee
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Vande Bharat Express: চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
#কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় বিস্ফোরক দাবি তৃণমূলের। প্রসঙ্গত, সোমবার রাতে মালদহে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর জেরে একটি কামরার দরজার কাঁচ ভেঙে যায়। গোটা বিষয়টিতে লেগেছে রাজনৈতিক রঙও। এবার বিষয়টি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, "আগেও বলেছি, কাশ্মীর শুধরে গেছে। বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। দেশ বিরোধি শক্তি এ রাজ্যে এতো সক্রিয়, এখানকার সরকার সেই শক্তিকে মদত দিচ্ছে। পার্লামেন্টে যখন সিএএ পাশ হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে। পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে। আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধংস করা হয়েছে। যার সিংহভাগ রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে। দেশের সংবিধানকে তারা শত্রুপক্ষের সংবিধান বলে মনে করছে। তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে।"
advertisement
দিলীপ ঘোষ আরও বলেন, "একাধিকবার এই ঘটনা ঘটেছে। দেশ বিরোধী শক্তির হাতে বাংলা চলে যাচ্ছে। ১৯৪৭ এর আগে যেরকম হয়েছিল, আবার সেই দিকে যাচ্ছে। এর সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূলের। মমতা তাদের সহযোগিতা করছেন। পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।"
advertisement
বিজেপি নেতার অভিযোগ, "বর্ডার দিয়ে সিমি, জামাত, আল কায়দা ঢুকছে। বিদেশি জঙ্গিরা এখানে আশ্রয় পাচ্ছে। সমস্ত গ্যাং স্টার বা সমাজবিরোধী এখানে শেল্টার পাচ্ছে, ধরা পড়ছে। এখানে দেশ বিরোধী শক্তি সহযোগিতা পায়। এখানে তাদের আধার কার্ড হয়। রেশন কার্ড হয়। দেশের অন্যত্র গিয়ে এরা বিস্ফোরণ করে। দেশ বিরোধি কাজের অনুপ্রেরণা এই রাজ্য থেকেই পাওয়া যায়। "
advertisement
কুণাল ঘোষের ট্যুইট প্রসঙ্গে দিলীপ বলেন, "মানুষের বুদ্ধি ভ্রষ্ট হলে এরকম কথা বলে। কমপক্ষে ঘটনার নিন্দা তো করুক। এদের সুর শুনে বোঝা যায়, নেপথ্যে কোনও ব্যাপার আছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 12:00 PM IST