TRENDING:

South 24 Parganas News: আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানে এসে সেই আদালতের নির্দেশেই ফাঁকা হাতে ফিরতে হল!

Last Updated:

সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকান ভাঙতে এসেছিলেন সরকারি কর্তারা। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে ফাঁকা হাতেই ফিরতে হল তাঁদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সবকিছুর আয়োজন করে এসেছিলেন সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকরা। উদ্দেশ্য ছিল সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে তৈরি করা দোকান ঘর উচ্ছেদ। আর সেই দোকান ভাঙতে এসেই খালি হাতে ফিরতে হল সরকারি কর্তাদের। জয়নগরের দক্ষিণ বারাসতের ঘটনা।
উচ্ছেদ করার জন্য আনা হয়েছিল জেসিবি
উচ্ছেদ করার জন্য আনা হয়েছিল জেসিবি
advertisement

দীর্ঘ দিন ধরে সরকারি জমি দখল করে রমরমিয়ে চলছিল তিনটে দোকান। আদালতের নির্দেশ মতো পূর্ত দফতর, ভূমি দফতর ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা জেসিবি ও বিরাট পুলিসবাহিনী নিয়ে হাজিরও হয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশে দোকান ভাঙতে এসে আবার সেই আদালতের নির্দেশেই ফিরে যেতে হল সরকারি কর্তাদের।

আরও পড়ুন: নদীকে দেখেই ডেঙ্গির ভয় জাঁকিয়ে বসছে এলাকাবাসীর মনে!

advertisement

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জয়নগর-১ ব্লকের দক্ষিণ বারাসত স্টেশন রোডের কাছে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তিনটি দোকান উচ্ছেদ করার কথা ছিল মঙ্গলবার। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দেওয়ায় মাঝপথেই ফিরতে হলেও সরকারি কর্তাদের।

View More

মঙ্গলবার জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী, জয়নগর-১ এর বিডিও সত্যজিত বিশ্বাস, পূর্ত দফতরের সহকারী ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টার, ব্লক ভূমি দফতরের আধিকারিকরা উচ্ছেদের জন্য ঘটনাস্থলে হাজির হয়ে গিয়েছিল। একেবারে শেষ মূহুর্তে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের কপি এসে পৌঁছয় তাঁদের হাতে। এই ঘটনায় সাময়িক স্বস্তি পেয়েছেন ওই তিন দোকানের মালিক।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানে এসে সেই আদালতের নির্দেশেই ফাঁকা হাতে ফিরতে হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল