আরও পড়ুন: রাজ্য সাঁতারে পাঁচ পদক জিতে নজির মহিষাদলের অনন্যার
এই মুহূর্তে নাওয়া খাওয়া ভুলে রাতদিন ওয়ার্কশপে থেকে ফ্লেক্সের ডিজাইন আর প্রিন্ট করে চলেছেন ব্যবসায়ী এবং কর্মীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি করার জন্য বারবার তাগাদা দিচ্ছে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস কর্মীরা। পাশাপাশি নির্দল প্রার্থীরাও বিপুল সংখ্যায় ফ্লেক্স ছাপাতে দিচ্ছেন। অর্ডার ভালো থাকায় ব্যবসায়ীদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনই এই চাপ এতো অল্প সময়ে সামলে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা।
advertisement
এবারের পঞ্চায়েত ভোটে দেওয়াল লিখন অনেক কম হচ্ছে। বদলে রাজনৈতিক দল ও প্রার্থীরা ফ্লেক্সের দিকে ঝুঁকেছে। ভোটের আগে সময় কম থাকায় এই প্রবণতা বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েতের আসন সংখ্যা ও ভোটার সংখ্যার নিরিখে সবচেয়ে বড় জেলা দক্ষিণ ২৪ পরগনা। স্বাভাবিকভাবেই এই জেলার ফ্লেক্স ব্যবসায়ীদের কাছে অর্ডারের পরিমাণ বেশি। বিশেষ করে যে এলাকাগুলোতে মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়নি এবং বিরোধীদেরও পর্যাপ্ত সংখ্যক প্রার্থী আছে সেখানে ফ্লেক্সের অর্ডার আকাশ ছুঁয়েছে।
সুমন সাহা





