East Medinipur News: রাজ্য সাঁতারে পাঁচ পদক জিতে নজির মহিষাদলের অনন্যার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে নজির গড়ল মহিষাদলের অনন্যা জানা। দশম শ্রেণির এই ছাত্রীর কৃতিত্বে খুশি সকলে
পূর্ব মেদিনীপুর: রাজ্য সিনিয়র সুইমিং চ্যাম্পিয়নশিপে ৫ টি পদক (৩ টি সোনা, ১ টি রুপো ও ১টি ব্রোঞ্জ) জিতল মহিষাদলের অনন্যা জানা৷ মহিলাদের ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে পদক পান তিনি৷ ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে সোনা, ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে দ্বিতীয় হয়ে রুপো ও ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতের নজির গড়েছে এই বঙ্গ তনয়া।
পূর্ব মেদিনীপুরের অনন্যার এই সাফল্যে খুশি সুইমিং ক্লাবের সদস্য থেকে মহিষাদলবাসী সকলে। মহিষাদল গয়েশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনন্যা। তার এবার লক্ষ্য জাতীয় স্তরে সাফল্য পাওয়া৷ কলকাতার লেক টাউন সুইমিং পুলে বেঙ্গল স্টেট সিনিয়র সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হয়। সেখানে সিনিয়র মহিলা বিভাগের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচটা পদক জেতে সে।
advertisement
advertisement
১১ বছর বয়স থেকে মহিষাদল সুইমিং ক্লাবে প্রশিক্ষণ নেয় অনন্যা জানা৷ ইতিমধ্যেই ব্লক ও জেলাস্তরেও একাধিক পুরস্কার পেয়েছে। এবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় বড় সাফল্য পেল। মহিষাদল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তথা বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক কঙ্কন প্রানিগ্রাহী বলেন, ‘আমাদের ক্লাবের সাঁতারু অনন্যা পাঁচ’টি বিভাগে সফল হয়ে নজির গড়েছে। ও মহিষাদলের গর্ব।
advertisement
ছাত্রীর সাফল্যের খবর পেয়ে মহিষাদল গয়েশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বলেন, ও ছোট থেকেই সুইমিংয়ে পারদর্শী৷ এই সাফল্যে আমরা ভীষণ খুশি৷ আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ওর যত রকম সহযোগিতা দরকার আমরা করব৷ এবছর অনন্যা মাধ্যমিক পরীক্ষার দেবে। তার সুবিধের জন্য সবরকম সহযোগিতা করা হবে।
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 7:55 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: রাজ্য সাঁতারে পাঁচ পদক জিতে নজির মহিষাদলের অনন্যার

