আরও পড়ুন: মানুষের অসচেতনতার ছাপ ঢাকা পড়েছে নানা রঙে, আসানসোলে অন্য ছবি
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঘুটিয়ারি শরিফ থেকে সাউথ গড়িয়ার বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ই রামনগর পুরি এলাকায় মাটি বোঝাই একটি লরি তাঁকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা ওই ব্যক্তিকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে ছোটেন। কিন্তু চিকিৎসকরা গোপাল তরফদার নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মাটি বোঝাই লরির দাপট নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাটি বোঝাই লরি ও ট্রাক্টরের দাপট ক্রমশ বাড়ছে। নিষেধাজ্ঞা থাকলেও দিনরাত মাটি নিয়ে গ্রামের রাস্তা ধরে ছুটে চলেছে গাড়িগুলো। তাদের বেপরোয়া গতির জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এদিনও তেমন পরিস্থিতিতেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এলাকার মানুষের আরও দাবি, মাটি বোঝাই লরির এই দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাঁদের হুমকি দেওয়া হয়। এদিকে পুলিশের দাবি, কোথাও বেআইনি মাটি বোঝাই গাড়ির খবর পেলেই তাঁরা গিয়ে অভিযান চালিয়ে সেই গাড়ি বাজেয়াপ্ত করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারও করাও হয়।
অর্পন মণ্ডল