এই ঘটনার পর সোমবার বাজি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ বজবজ থানায় ডেপুটেশন জমা দিল ব্যবসায়ী সমিতির সদস্যরা। বজবজের চিংড়িপোতা নন্দরামপুর যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেই গ্রামে ঢোকার প্রতিটি রাস্তা সকাল থেকেই আটকে রেখেছেন এলাকার মানুষজন।
তাঁদের দাবি, বাজি তৈরি এই এলাকার মানুষের রোজগারের মূল উৎস। গতকালের ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন রকম ভাবে খবর দেখানো হয়েছে। এই গ্রাম এবং গ্রামবাসীদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
advertisement
আর তার ফলেই রাতভর অতি সক্রিয়তা দেখিয়েছে পুলিশ। গোটা গ্রামজুড়ে তাণ্ডব করেছে পুলিশ। দুপুরে বিস্ফোরণস্থলে আসেন সিআইডি। এগরার পর বজবজের বিস্ফোরণস্থলেও তদন্তভার হাতে নিল সিআইডি। সিআইডি-র এক পদস্থ কর্তার নেতৃত্বে পাঁচজনের একটি দল এসে পৌঁছেছে সেখানে। যে বাড়িটিতে ঘটনা ঘটেছে তার ছাদের উপর গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহের পাশাপাশি নমুনা সংগ্রহও করছেন সিএইডি আধিকারিকরা।
আরও পড়ুন, প্যাচপেচে এই গরম আর ক’দিন? অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস, জারি অরেঞ্জ অ্যালার্ট
আরও পড়ুন, অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন
ফরেন্সিক বিভাগে আধিকারিকরা ঘটনাস্থলে আসবেন তারাও নমুনা সংগ্রহ করবেন। তারপরই জানা যাবে কী ধরনের বাজি তৈরি হত এখানে। সিআইডির এসএস সায়ন দাস জানান মামলাটি সিআইডি নিয়েছেন, ইতিমধ্যেই ছবি ও নমুনা সংগ্রহ করা হয়েছে।
অর্পন মন্ডল