BGMI Returns: অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন

Last Updated:

BGMI Returns: বিখ্যাত এই গেমিং কোম্পানি ফেসবুক পেজে PUBG ভক্তদের জন্য এই ঘোষণা করেছে

ফের ভারতে ফিরছে BGMI
ফের ভারতে ফিরছে BGMI
PUBG প্রেমীদের জন্য সুখবর। Krafton-এর জনপ্রিয় মোবাইল গেম Battlegrounds Mobile India শীঘ্রই ফিরে আসতে চলেছে। বিখ্যাত এই গেমিং কোম্পানি ফেসবুক পেজে PUBG ভক্তদের জন্য এই ঘোষণা করেছে। গত বছর ভারত সরকার BGMI গেমটিকে নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ করেছিল। এখন সেই সমস্যা মেটানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে শীঘ্রই এই গেম ফিরে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে দিন এখনও স্পষ্ট হয়নি।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক গেমিং সংস্থা ক্রাফটন এই গেমটিকে পুনরায় চালু করার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রসঙ্গত জনপ্রিয় এই গেমটির দুটি সংস্করণ রয়েছে। প্রথমে এই গেমটির নাম ছিল PUBG। কিন্তু ২০২০ সালে কেন্দ্রীয় সরকার PUBG নিষিদ্ধ করে দেয়। তখন এই সংস্থা গেমটিকে নতুন নাম BGMI নামে নিয়ে আসে। কেন্দ্রীয় সরকারের সেই সময়ে অনুমতি দেয়। কিন্তু ২০২২ সালে গেমটির উপর ফের নিষেধাজ্ঞা চাপানো হয়।
advertisement
advertisement
সাধারণত, ব্যাটল রয়্যাল মুডে গেম পরিচালনার জন্য ভারতে খুব বিখ্যাত হয়ে গেছিল পাবজি এবং বিজিএমআই এর মতো গেম। তাই জন্য ক্রাফটন নিউ স্টেট নামে আরেকটি গেমও নিয়ে এসেছিল। কিন্তু সেটি ওতোটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এই গেমটির উপরে নিষেধাজ্ঞাও চাপানো হয়নি। এর বাইরে পাবজির পিসি গেম রয়েছে কম্পিউটারের জন্য।
পাবজি এবং বিজিএমআই ব্যানড হয়ে যাওয়া পরে প্রচুর পরিমাণে গেমাররা কল অফ ডিউটি মোবাইল গেমটির প্রতি ঝুঁকেছিলেন। কিন্তু সেই গেমটির গ্রাফিক্স-সহ একাধিক অভিযোগ ছিল গেমারদের মধ্যে। এর বাইরে ফ্রি ফ্রায়ার গেমটিতেও ব্যাটল রয়্যাল মুড থাকলেও সমস্ত গেমিং কমিউনিটির কাছে এই গেমটি জনপ্রিয়তা পায়নি।
advertisement
এখন বিজিএমআই ফিরে আসার খবর স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত গেমিং কমিউনিটি। তবে জানা যাচ্ছে, গেমটি ফিরে আসলেও বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। গেমে রক্ত দেখানো যাবে না। এটা অনেক আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল। তাই বিজিএমআই-এ আগেই সবুজ রক্ত দেখানো হয়েছিল। সেই সঙ্গে শিশুমনে গেমের প্রভাব কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে কবে এই গেমটি ফিরে আসবে, সেই সম্পর্কে কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BGMI Returns: অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement