ওকলাহোমা: চার চাকার ভারী কোনও গাড়ি যদি কোনও জলাশয় থেকে টেনে তোলা হয়, তাহলে কেমন লাগবে! শুনতে অবাক লাগলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা মৎস্যজীবী ব্রায়ান বেকার যা কীর্তি করেছেন, তা গোটা বিশ্বেই অবাক করে দিয়েছে। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)