অভিযুক্তকে হাজির না করা পর্যন্ত দুই ভাইকে ছাড়া হবে না বলে জানান গ্রামবাসীরা। এই ঘটনার জখম বোন নীলিমা প্রামাণিক সাগর ব্লক হাসপাতালে চিকিৎসা করান। দাদা জগন্নাথ ডাকুয়ার বিরুদ্ধে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন।
পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিরছাড়ের বাসিন্দা গৌতম প্রামাণিক ও তাঁর স্ত্রী নীলিমা দীর্ঘদিন কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখানে কাজ করার সুবাদে উপার্জিত টাকা নীলিমার দাদা জগন্নাথ ডাকুয়ার অ্যাকাউন্টে জমা রাখতেন। বর্তমানে সঞ্চিত অর্থ দশ লক্ষে পৌঁছয়।
advertisement
বছর খানেক আগে নীলিমা বাড়ি ফেরে আসেন। এরপর থেকে দাদার কাছে টাকা চাইতে থাকেন বোন। কিন্তু নানা বাহানায় এড়িয়ে যায় দাদা। এরপর ভগ্নিপতি গৌতমও টাকার জন্য চাপ দিতে থাকেন শ্যালককে। চলতি সপ্তাহে গৌতমের বাড়ি ফেরার কথা। এই বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার রাতে বোনের বাড়িতে আসেন জগন্নাথ।
আরও পড়ুন: Purulia News:মাধ্যমিকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, রইল সাল ও তারিখ মনে রাখার ফর্মুলা
অভিযোগ রাতে বোনকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। ঘরের মধ্যে থাকা নীলিমার সন্তানেরচিৎকারে পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখনই চম্পট দেয় অভিযুক্ত দাদা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ।
বিশ্বজিৎ হালদার