ঘটনার সূত্রপাত বুধবার সকালে। জয়নগরের আলিপুর গাজিপাড়া এলাকায় ধাপাস বল টুর্নামেন্ট হওয়ার কথা। সেই খেলাকেই কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে আগামীকাল, অর্থাৎ ১২ জানুয়ারি আলিপুর গাজিপাড়ার মাঠে প্রতিবছরের মত এই বছরও ধাপাস বল খেলা ও মেলার আয়োজন করা হয় স্থানীয় ক্লাবের পক্ষ থেকে। বুধবার তারই প্রস্তুতি চলছিল। প্যান্ডেল বাঁধার সময় হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় এলাকায়। তারা একের পর এক বোমা ছুড়তে থাকে। বোমার আঘাতে এলাকার কয়েকজন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের গাড়ি লক্ষ্য করেও দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে স্থানীয়দের অভিযোগ।
advertisement
আরও পড়ুন: পূণ্যার্থীদের রক্ষা করাই প্রধান লক্ষ্য, সতর্ক থেকে সাগরে উপস্থিত এনডিআরএফ
পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বোমাবাজিতে আহতদের চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ কার বেশি না ফাটা ক্যাসেট বোমা উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজন ছড়ায়।
উল্লেখ, গ্রাম বাংলায় বহু জায়গায় ফুটবলের বদলে এই ধাপাস খেলা জনপ্রিয়। তবে পঞ্চায়েত ভোটের আগে এইভাবে বোমাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সুমন সাহা