Gangasagar Latest News: পূণ‍্যার্থীদের রক্ষা করাই প্রধান লক্ষ্য, সতর্ক থেকে সাগরে উপস্থিত এনডিআরএফ

Last Updated:

পূণ‍্যার্থীদের রক্ষা করাই প্রধান লক্ষ্য, সাগরে কাজ শুরু করল এনডিআরএফ।

+
ভাসমান

ভাসমান বোটে নজরদারি

#গঙ্গাসাগর: আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। যদিও মকরসংক্রান্তির দিন আসতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ইতিমধ্যে পূণ‍্যার্থীরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে দিয়েছেন। এ বছর যাতে মেলায় আগত পূণ‍্যার্থীদের কোনোরকম বিপদ না ঘটে সেজন‍্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম বন্দোবস্ত করা হয়েছে।
কিছুদিন আগে আপৎমিত্র দের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হওয়ার পর এবার সাগরে ড্রাই রান শুরু করল এনডিআরএফ বাহিনী। আগেই সাগর মেলা উপলক্ষে এনডিআরএফ এর তিনটি টিম এসে পৌঁছেছে সাগরে। যাঁরা কচুবেড়িয়া, গঙ্গাসাগর ও বেনুবন পয়েন্টে মোতায়েন রয়েছেন। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। পূণ‍্যার্থীদের বিশ্বাস অর্জনে তাঁরা ভাসমান বোট নিয়ে পাহারাও দিচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন - হতে পারে বৃষ্টি, তুষারপাত, ভেঙে পড়ার আশঙ্কায় যেন কাঁটা হয়ে আছে যোশীমঠ
আর যা দেখে খুশি পূণ‍্যার্থীরা। শুধুমাত্র এনডিআরএফ নয় পূণ‍্যার্থীদের সহযোগিতায় সমস্ত লাইন ডিপার্টমেন্টের ড্রাই রান করা হচ্ছে বলে জানিয়েছেন সাগরের বিডিও সুদীপ্ত মন্ডল। এছাড়াও পিলগ্রিম ম‍্যানেজমেন্ট সিস্টেমের মাধ‍্যমে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
এ নিয়ে এনডিআরএফ-এর টিম লিডার রমেশ শর্মা জানিয়েছেন পূণ‍্যার্থীদের রক্ষা করাই তাঁদের প্রধান লক্ষ‍্য। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন তাঁরা। সমস্তরকম পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এনডিআরএফ পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাঁদের তিনটি টিম সাগর মেলা প্রাঙ্গণ, কচুবেড়িয়া ও বেনুবন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। তাঁরা সর্বক্ষণ পূণ‍্যার্থীদের উপর নজর রেখেছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Latest News: পূণ‍্যার্থীদের রক্ষা করাই প্রধান লক্ষ্য, সতর্ক থেকে সাগরে উপস্থিত এনডিআরএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement