স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে যায়। মৃতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭৫-৭৭ এর মধ্যে হবে বলে পুলিশের ধারণা। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ। সেই সঙ্গে তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
advertisement
আরও পড়ুন: শতবর্ষ উপলক্ষে চাকরির প্রশিক্ষণ শিবির চালু করছে হাওড়ার এই পাঠাগার
তবে এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে ধন্দে আছে পুলিশও। এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, দেহটি রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা যায়। ট্রেনের ধাক্কায় মারা গেলে মৃতদেহের গায়ে ক্ষতের দাগ থাকত। যদিও ওই বৃদ্ধের দেহে কোনরকম ক্ষত চিহ্ন নেই। ওই এলাকা বা আশেপাশের এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছে না। এই অবস্থায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
সুমন সাহা