আরও পড়ুন: কাদামাটির মধ্যে ওটা কীসের পায়ের ছাপ! কে এল গভীর রাতে? সামনে যেতেই…, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
এদিন জয়নগর ১ নং ব্লকের বিডিও পূর্ণেন্দু স্যানাল বিডিও একাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামেন অপর দিকে জয়নগর থানা একাদশের অধিনায়ক হিসেবে আই সি পার্থ সারথি পাল মাঠে নামেন।এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেন বিডিও একাদশ।তাঁরা নির্ধারিত দশ ওভারে সাত উইকেটে ১১৮ রান করে। আর এই রানের জবাবে মাঠে নেমে জয়নগর থানা একাদশ নির্ধারিত ১০ ওভারে ১১৭ রান করে ৮ উইকেট হারিয়ে।এদিন এই খেলা দেখতে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখার্জি।
advertisement
আরও পড়ুন: চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির ওটা কী ধরলেন মৎস্যজীবী!
মুলত নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোট দানের প্রতি আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক প্রচার কর্মসূচি পালন করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে এদিন এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া সামনে ভোট সবাই ব্যস্ত হয়ে পড়বে। আর তাই বিডিও ও থানার মধ্যে কাজের মেল বন্ধন বাড়াতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই ধরনের খেলার প্রয়োজন আছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর এদিনের এই খেলা দেখতে মাঘের শীতের রৌদ্রে বহু দর্শক উপস্থিত ছিলেন মাঠে। এদিন বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা।
সুমন সাহা