South 24 Parganas News: কাদামাটির মধ্যে ওটা কীসের পায়ের ছাপ! কে এল গভীর রাতে? সামনে যেতেই..., আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী

Last Updated:

South 24 Parganas News: তিন মাস ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের বাসিন্দাদের। কিন্তু বাঘ আর ধরা পড়ছেনা। শেষে গণস্বাক্ষর করে বাঘকে জঙ্গলে ফেরানোর দাবী তুলেছে গ্রামবাসীরা।

+
বাঘের

বাঘের পায়ের ছাপ 

পাথরপ্রতিমা: তিন মাস ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের বাসিন্দাদের। কিন্তু বাঘ আর ধরা পড়ছে না। শেষে গণস্বাক্ষর করে বাঘকে জঙ্গলে ফেরানোর দাবি তুলেছে গ্রামবাসীরা। এদিকে বনদফতর বারবার এলাকায় বাঘের সন্ধানে খোঁজ চালিয়েও খোঁজ পায়নি। জঙ্গল লাগোয়া এলাকায় নাইলন জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবুও বাঘের পায়ের ছাপ মিলছে।
গ্রামের পাশের ঠাকুরাইন নদীর চর ও ধানের জমিতে একাধিকবার মিলেছে র‌য়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ। প্রায়শই বাঘের আনাগোনা টের পাচ্ছেন গ্রামবাসীরা। বন্যজন্তর রক্তের দাগও মিলেছে। গ্রামবাসীদের অনুমান, বুনোশুকর খেয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। আতঙ্ক এতটাই তীব্র হয়েছে যে ভয়ে বাইরে বের হচ্ছে না কেউই। আর সেজন্য বাঘের আতঙ্ক কাটাতে স্থানীয় বাসিন্দারা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন।
advertisement
advertisement
বাসিন্দাদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে বাঘের আতঙ্ক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। কারণ বাঘের আতঙ্কে নদীতে মাছ, কাঁকড়া ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ প্রায়ই বন্ধের মুখে। প্রান্তিক মানুষদের জীবন-‌জীবিকা কার্যত সঙ্কটে। পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন।
advertisement
তিনিও জেলাশাসক, বনদফতর-সহ বিভিন্ন দফতরের কাছে বাঘের আতঙ্ক দূর করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ আছে ধনচির জঙ্গল লাগোয়া এলাকায়। বসতি এলাকায় ঢুকছে না। ওই এলাকায় জঙ্গলের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাদামাটির মধ্যে ওটা কীসের পায়ের ছাপ! কে এল গভীর রাতে? সামনে যেতেই..., আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement