ওই ব্যবসায়ীদের মধ্যে ভোম্ব দুনারে সাংবাদিকদের জানান কম্বল বা কার্পেট তৈরি কোম্পানি থেকে তাদের ওজন দরেই ক্রয় করার জন্যই প্রতি কেজি হিসেবে তাদের বিক্রি করতে হচ্ছে। তিনি আরো জানান, ডবল বেড সিঙ্গেল বেডের জন্য কম্বল ৩৫০ টাকা কিলোগ্রাম দরে বিক্রি করছেন। শীত দেরিতে আশায় এখনো পর্যন্ত সেভাবে ব্যবসা জমে ওঠেনি বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুনঃ বাপুলীরচকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হল স্পেশাল ক্লাসরুম
তবে মাত্র এক মাস সময় নিয়েই তারা এখানে ব্যবসা করতে এসেছেন। তাই ঠান্ডা সেভাবে না পড়ায় দুশ্চিন্তায় আছেন তারা। আমরা এখানে তিন মাস থাকব আর এই তিন মাস এখানে ব্যবসা করে চলে যাব আমরা আমাদের নিজেদের দেশে। এখানে এসে আমাদের কাছ থেকে যারা কম্বল কিনছে খুব ভালো লাগছে এই তিন মাসের পরিচয়। আগামী বছর আবারো আসবো এখানে।
advertisement
Suman Saha
Location :
First Published :
December 06, 2022 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অবাক লাগলেও সত্যি! কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল!