আরও পড়ুন: মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে সরকারি হাসপাতাল! ভিডিও ভাইরাল হতেই টনক নড়ল প্রশাসনের
জয়নগর থানার উত্তর দুর্গাপুর তালতলার মোড়ে এদিন এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তনিমা শেখ তালতলার মোড় থেকে জয়নগরগামী অটোয়ে উঠছিলেন। ঠিক সেই সময় বেপরোয়া একটি বাইক ছুটে এসে তাঁকে সজরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। এলাকার মানুষ ওই বধূকে দ্রুত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃত বধূর বাড়ি জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের আলিপুর গাজীপাড়া গ্রামে। এদিন তালতলার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে চলে আসে জয়নগর থানার পুলিশ। তারা চালক সহ ঘাতক বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা হল, বারবার বেপরোয়া যান চলাচলের কারণে মানুষের মৃত্যু হচ্ছে জয়নগরে। প্রশাসন এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালালেও তাতে যে বিশেষ একটা লাভ হয়নি এদিনের ঘটনা তারই প্রমাণ।
সুমন সাহা