তবে বঙ্গোপসাগরে এদের খুব একটা দেখতে পাওয়া যায়না। তবে এই মাছ খাওয়ার উপযোগী বলে খবর। সচারাচর এই মাছ দেখতে পাওয়া যায়না বলে সাধারণ মানুষজন এই মাছ কিনতে চাননা। ফলে অনেকটাই দাম কম এই মাছের।
আরও পড়ুন: উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল
২৫০ কেজির ২ টি মাছ প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে খবর। জেলেদের জালে এই মাছ ওঠার খবর আসার পর এই মাছ দেখতে নামখানার ফিশিং ল্যান্ডিং সেন্টারে ভিড় করেন সাধারণ মানুষজন। নতুন এই মাছ দেখে খুশি তারাও।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর থেকে একচুলও কম না, দিকেদিকে বড় বড় সরস্বতী পুজো! কোথায়? যাবেন নাকি!
এই সর্ডফিস কিভাবে এল বঙ্গোপসাগরে তা চিন্তায় ফেলেছে সকলকে। সর্ডফিস সাধারণত ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের উষ্ণ জলে থাকতে ভালোবাসে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা কি তাহলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার আগামীতে এই মাছ আবারও জেলেদের জালে ধরা পড়া কিনা।
নবাব মল্লিক