বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ভাইফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার পুলিশ অফিসাররা, সঙ্গে ছিল সামাজিক সংস্থা স্নেহরকর্ণধার পায়েল বন্দ্যোপাধ্যায়, মূলত তাঁরই উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়, মোট ২০জন রোগীকে ফোঁটা দেওয়া হয়, এমনকী মিষ্টান্ন খাওয়ানো হয় রোগীদের, রোগীরা বেডে বসে এই ফোঁটা পেয়ে আপ্লুত। পাশাপাশি অন্যদিকে পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। ডিউটির কারণে বাড়ি যেতে পারেন না পুলিশ কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোমাবাজি, আটক ১৬
আমরা জানি পুলিশের চাকরিতে তেমনভাবে কোন ছুটি থাকে না। তারা বাড়িতে বোনের বা দিদির ডাকে সাড়া দিয়ে যেতে পারে না। তারা মানুষের পরিষেবায় নিয়োজিত। সেই কথা মাথায় রেখে তাই থানায় এসেই ভাইফোঁটা দিলেন বিধায়ক। থানার সব পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন তিনি। এই ঘটনায় খুশি পুলিশ কর্মীরাও। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা। আজ নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে এলাকার দরিদ্র মানুষের হাতে কম্বলও তুলে দেওয়া হয়।
Suman Saha