South 24 Parganas News: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোমাবাজি, আটক ১৬

Last Updated:

কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ২৪ পরগনার ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নতুনচক হালদারপাড়া। দুই পক্ষের মধ্যে ব‍্যাপক বোমাবাজি, রড ও লাঠি নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ঢোলাহাটে আটক করা হয়েছে ডিজে বক্স
ঢোলাহাটে আটক করা হয়েছে ডিজে বক্স
#ঢোলাহাট : কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ২৪ পরগনার ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নতুনচক হালদারপাড়া। দুই পক্ষের মধ্যে ব‍্যাপক বোমাবাজি, রড ও লাঠি নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা, রড ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছে অন্তত কুড়ি জন। এদের মধ্যে প্রদীপ দাস নামে এক যুবকের বোমার আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের কুলপি ব্লক হাসপাতালে নিয়েছে যাওয়া হয়।
সেখানে চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জখমদের মধ্যে এক অন্তঃসত্ত্বা বধূ সহ বেশ কয়েকজন মহিলা আছেন। পরিস্থিতি সামাল দিতে ঢোলাহাটের আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় দু’‌পক্ষই আলাদাভাবে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ‍্যে বেশ কয়েকজন মহিলা আছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। আটক করা হয়েছে ডিজে বক্স। সকাল থেকে গ্রাম থমথমে। বর্তমানে গ্রাম পুরুষশূণ্য হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা
নতুনচক হালদারপাড়ায় একটি বারোয়ারি শ্যামাপুজোর ভাসানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ভাসানে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করেন এক বয়স্ক গ্রামবাসী। তিনি হার্টের রোগী। ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করায় শুরু হয় বচসা। তারপর শুরু হয় মারপিট। লাঠি, রড নিয়ে দুপক্ষের তুমুল মারপিট হয়। এরমধ্যে পুজো কমিটির পক্ষে একজন দুটি বোমা ছোড়ে প্রতিবাদীদের লক্ষ্য করে। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ঢোলাহাট থানার পুলিশ।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোমাবাজি, আটক ১৬
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement